Bankura Bus Accident: চালক পিছনের দিকে তাকাতেই উল্টে গেল বাস, মর্মান্তিক মৃত্যু
Bankura Bus Accident: সরস্বতী মন্ডল বছর দশেক বয়সী এক নাবালিকার মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে জানিয়েছে হাসপাতালের চিকিৎসকরা।
বাঁকুড়া: বাঁকুড়া বাস উলটে মৃত এক। আহত কমপক্ষে ২৫ জন। জয়রামবাটি থেকে সারেঙ্গা যাওয়ার পথে কোতুলপুর থানার কুন্তল বাজারের কাছে উলটে গেল যাত্রী বোঝাই একটি বাস। এখনও পর্যন্ত ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের। আহত হয়েছেন ২৫ জন। আহতদের স্থানীয় কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে জয়রামবাটি থেকে সারেঙ্গার দিকে যাচ্ছিল একটি বাস। বাসে অত্যধিক ভিড় ছিল। যাত্রীদের দাবি, বাসটির গতিবেগ ছিল স্বাভাবিকের থেকে বেশ খানিকটা বেশি। কুন্তল বাজারের কাছে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বাসের চালক কোনও একটি কারণে পিছন দিকে তাকিয়েছিলেন। সেই সময়ই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উলটে যায়।
প্রথমে স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগান। পরে কোতুলপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানেই সরস্বতী মন্ডল বছর দশেক বয়সী এক নাবালিকার মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।
এক প্রত্যক্ষদর্শী বলেন, “বাসটা এমনিতেই ভীষণ জোরে আসছিল। একটা মোড়ের কাছে আসতে চালক গাড়ি চালাতে চালাতেই পিছন দিকে কোনও এক কারণে তাকিয়েছিলেন। মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। বাসটা উল্টে যায় চোখের সামনেই।”
স্থানীয় আরেক বাসিন্দা বলেন, “রাস্তা সে অর্থে ফাঁকাই ছিল। তাই বাসটিও ভীষণ জোরে চলছিল। একটা ভীষণ শব্দ শুনে আমরা ছুটে আসি। ততক্ষণে বাসটা উল্টে গিয়েছে। আমরাই প্রথমে উদ্ধারকাজ শুরু করি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু একটা বাচ্চা মেয়েকে বাঁচানো যায়নি।” পুলিশ আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে।