CM Mamata Banerjee: ভোটের আগে জেলায় আসছেন মমতা, আশায় বুক বাঁধছেন জঙ্গলমহলবাসী

Mamata Banerjee: তৃণমূল সূত্রে খবর, গত ২৭ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী পুরুলিয়ায় পৌঁছবেন। সেখানে সরকারি সভা করে ওই দিনই তিনি বাঁকুড়ায় যাবেন। বাঁকুড়া শহরের সার্কিট হাউসে রাত্রিবাস করবেন। পরেরদিন বাঁকুড়ার খাতড়া এলাকায় থাকা খড়বন মাঠে সরকারি সভায় যোগ দেবেন।

CM Mamata Banerjee: ভোটের আগে জেলায় আসছেন মমতা, আশায় বুক বাঁধছেন জঙ্গলমহলবাসী
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Feb 26, 2024 | 11:34 AM

বাঁকুড়া: লোকসভা নির্বাচনের মুখে বাঁকুড়া ও পুরুলিয়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক ভাবে খবর, ফেব্রুয়ারির ২৭ ও ২৮ তারিখ এই দু’দিন তিনি পুরুলিয়া ও বাঁকুড়ায় সরকারি জোড়া জনসভা করবেন। ওই দু’টি সভাস্থল থেকেই তিনি প্রদান করবেন বিভিন্ন সরকারি পরিষেবা।

তৃণমূল সূত্রে খবর, গত ২৭ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী পুরুলিয়ায় পৌঁছবেন। সেখানে সরকারি সভা করে ওই দিনই তিনি বাঁকুড়ায় যাবেন। বাঁকুড়া শহরের সার্কিট হাউসে রাত্রিবাস করবেন। পরেরদিন বাঁকুড়ার খাতড়া এলাকায় থাকা খড়বন মাঠে সরকারি সভায় যোগ দেবেন। সেই সভা থেকে সবুজসাথী, খাদ্যসাথী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী সহ বিভিন্ন সরকারি পরিষেবা উপভোক্তাদের হাতে তুলে দেবেন। উদ্বোধন ও শিলান্যাস করবেন একাধিক প্রকল্পের।

চলতি বছরে এই প্রথম জঙ্গলমহল অধ্যুষিত এলাকা বাঁকুড়া ও পুরুলিয়ায় যাবেন মমতা। এর আগে গতবছর সেখানে সভা করেছেন তিনি। এক বছর পর আবার বাঁকুড়ায় যাচ্ছেন । তাছাড়া দোরগোড়ায় লোকসভা নির্বাচন। স্বাভাবিক ভাবেই মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে প্রত্যাশায় বুক বাঁধছে জঙ্গলমহল। এ প্রসঙ্গে,খাদ্য সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি বলেন, “জেলা প্রশাসনের পক্ষ থেকে মাঠ দেখা হয়েছে। খবর আছে ২৮ তারিখ এই মাঠে সভা করবেন। আপাতত পরিষেবা প্রদান করা হবে।”