Bankura: চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, কাঠগড়ায় বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতাল
Bankura: পরিবারের লোকজন জানাচ্ছেন, ভর্তির পর এক চিকিৎসক তাঁকে দেখে যান। পরে গত ২৪ ঘন্টায় আর কোনও চিকিৎসকই ওই রোগীকে দেখতে আসেননি বলে অভিযোগ। বুধবার বেলা এগারোটা নাগাদ ওই রোগীর মৃত্যু হলে রোগীর পরিজনেরা চিকিৎসায় গাফিলাতির অভিযোগে সরব হন।

বাঁকুড়া: ফের রোগী মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল বাঁকুড়ার বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। চিকিৎসার গাফিলাতির কারণেই নারায়ণ কর্মকার নামের ওই রোগীর মৃত্যু হয়েছে, দাবি পরিবারের। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের শাস্তির দাবিতে সরবও হয়েছেন তাঁরা। অভিযোগ আসতেই নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ সত্য প্রমাণিত হলে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাসও দিয়েছে।
সোনামুখী ব্লকের ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের বীরচন্দ্রপুর গ্রামের বাসিন্দা নারায়ণ কর্মকার। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয় তাঁর। বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
পরিবারের লোকজন জানাচ্ছেন, ভর্তির পর এক চিকিৎসক তাঁকে দেখে যান। পরে গত ২৪ ঘন্টায় আর কোনও চিকিৎসকই ওই রোগীকে দেখতে আসেননি বলে অভিযোগ। বুধবার বেলা এগারোটা নাগাদ ওই রোগীর মৃত্যু হলে রোগীর পরিজনেরা চিকিৎসায় গাফিলাতির অভিযোগে সরব হন। রোগীর পরিজনদের দাবি, রোগীর শ্বাসকষ্ট বাড়তে থাকলে তাঁরা বারবার তা নার্সদের নজরে আনার চেষ্টা করেন। কিন্তু, তাতে কর্ণপাত করেননি কেউ। নার্সরাও কোনও সহযোগিতা করেননি বলে অভিযোগ। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন রোগীর পরিজনেরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।





