Dugra Puja With Pulse: নাড়ির স্পন্দন বাড়িয়ে বাঁকুড়ায় পুজোর পালস ট্যাবলো
Dugra Puja With Pulse: পুজো আসছে, এই অনুভূতিটাই ভাল। আর এই পুজো আসার সুখানুভূতিকে কয়েক গুণ বাড়িয়ে দিতে রাজ্যের ২২টি শহরে ঘুরছে পালস ক্যান্ডি ও টিভি৯ বাংলার 'পুজোয় পালস ট্যাবলো'। এই ট্যাবলো এবার পৌঁছে গেল বাঁকুড়া এবং রায়গঞ্জে।
ট্যবলোয় আছে প্রচুর পালস ক্যান্ডি। আর তার সঙ্গে সাধারণ মানুষের জন্য থাকছে বেশ কিছু প্রশ্ন। সঠিক উত্তর দিতে পারলেই কেল্লাফতে। পুজোর আগেই হয়ে যেতে পারেন একটি ব্র্যান্ড নিউ চারচাকার গাড়ির মালিক। এছাড়াও থেকে শুরু করে মোটরবাইক, স্কুটির মতো আরও অনেক আকর্ষণীয় উপহার জেতার সুযোগ।
এর আগে দুর্গাপুর এবং জলপাইগুড়ি শহরে দেখা গিয়েছিল পুজোয় পালস ট্যাবলো। এবার সেই ট্যাবলো পৌঁছে গেল বাঁকুড়া এবং রায়গঞ্জে। পুজোর আগে সব বাঙালিই থাকে ফুরফুরে মেজাজে। সেই ফুর্তির মেজাজ নিয়েই বহু মানুষ এগিয়ে এলেন পুজোয় পালস ট্যাবলোর কাছে। প্রশ্নের উত্তরও দিলেন। পুরস্কার জিতলেন কি? জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। কলকাতায় শেষ হবে ট্যাবলোর যাত্রা। তারপর লটারি করে, জানিয়ে দেওয়া হবে বিজয়ীদের নাম।
বাঁকুড়া শহরের এক বাসিন্দা বললেন, “আমরা নিয়মিত টিভি৯ বাংলা দেখি। গুণগত মানে অত্যন্ত ভাল একটি চ্যানেল। আর পালস ক্যান্ডি তো আমরা সকলেই ভালবাসি। দুটো ভাল জিনিস যখন কোনও উদ্যোগ নেয়, সেটা তো ভাল হবেই।”