Suvendu Adhikari: ‘কলকাতার লোক ক্ষীর খাবে, লাল-মাটির মানুষ চিরকাল বঞ্চিত থাকবে হয় না’, রাজ্যকে একহাত শুভেন্দুর
Bankura: বাঁকুড়া শহরের হিন্দু হাইস্কুল ময়দান থেকে মিছিল করে শুভেন্দু অধিকারী যাবেন বাঁকুড়া শহরের মাচানতলার কাছে তামলীবাঁধ এলাকায়।
- মঙ্গলবার বাঁকুড়ায় বিজেপির সভা। সেই মতো শুরু হল মিছিল। বিজেপি নেতা-কর্মীরা হাতে পতাকা ও স্লোগান দিতে-দিতে এগিয়ে যান সভাস্থলের দিকে।
- এদিন, মোদী সরকারের অষ্টম বর্ষপূর্তি এবং সন্ত্রাস মুক্ত ও সমতা যুক্ত রাষ্ট্র গড়ার দাবিতে আজকের সভা। সেই সভায় উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও, এখন পর্যন্ত তিনি এসে উপস্থিত হননি।
- জানা গিয়েছে, বাঁকুড়া শহরের হিন্দু হাইস্কুল ময়দান থেকে মিছিল করে শুভেন্দু অধিকারী যাবেন বাঁকুড়া শহরের মাচানতলার কাছে তামলীবাঁধ এলাকায়। সেখানে সভা করবেন তিনি। সভাস্থলে শেষ মূহুর্তের প্রস্তুতি চলছে।
- একা শুভেন্দু নন, সেখানে উপস্থিত থাকবেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ, ও বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার।
- শেষ পাওয়া খবর অনুযায়ী ১২.৪৬ নাগাদ সভাস্থলে এসে পৌঁছান শুভেন্দু অধিকারী। এখন মঞ্চে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার।
- দুপুর ১২-৫৬ নাগাদ মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন সুভাষ সরকার। পরে বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। বলেন, ‘পিসি-ভাইপোর দয়ায় এই জেলার চল্লিশ পঞ্চাশ হাজার যুবক অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছে।’ একই সঙ্গে তিনি বলেন, ‘ভাইপোকে আমি তোলাবাজ ভাইপো বলি। সৌমিত্র বলে হরিদাস ভাইপো।’
- এরপর সভামঞ্চে ওঠেন শুভেন্দু অধিকারী। বলেন, ‘দক্ষিণ কলকাতার লোক চিরকাল ক্ষীর খাবে আর লাল মাটির মানুষ চিরকাল বঞ্চিত থাকবে তা হয় না। আজ মিড-ডে মিল, ১০০ দিনের কাজ, রেশন সব নাকি দিদি দিত। আর এখন মিছিল বেরোচ্ছে মোদীজী টাকা চাই টাকা দাও। যখন দেওয়া হল তখন দিদি যখন দিতে পারেনা তখন মোদীর দোষ।’