Bankura News: মেঝের একটি অংশ যেন ‘অগ্নিকুণ্ড’, তাজ্জব ঘটনা থেকে চমকে গেলেন বাড়ির মালিক
Bankura News: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভুঁইঞাপাড়া গ্রামের কাশীনাথ কুম্ভকার একতলা একটি বাড়ি করে দু'বছরেরও বেশি সময় ধরে বসবাস করে আসছেন। দিন তিনেক আগে হঠাৎই বাড়ির সিঁড়ির নীচে মেঝের অংশ গরম হতে শুরু করে।
বাঁকুড়া: হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে গ্রামের একটি বাড়ির নির্দিষ্ট একটি জায়গায় মেঝের অংশ। সময় যত যাচ্ছে ততই মেঝের ওই অংশে বাড়ছে তাপমাত্রা। কারণ বুঝতে না পেরে আতঙ্ক ছড়িয়ে পড়ল গ্রাম জুড়ে। ঘটনা বাঁকুড়ার ছাতনা ব্লকেত ভুইয়াপাড়ার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভুঁইঞাপাড়া গ্রামের কাশীনাথ কুম্ভকার একতলা একটি বাড়ি করে দু’বছরেরও বেশি সময় ধরে বসবাস করে আসছেন। দিন তিনেক আগে হঠাৎই বাড়ির সিঁড়ির নীচে মেঝের অংশ গরম হতে শুরু করে। প্রথমে বিষয়টি তেমন আমল না দিলেও ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকে বাড়ির মেঝের ওই অংশে। শনিবার সকালে পরিস্থিতি এমন হয় যে মেঝের ওই অংশে হাত দেওয়াও বেশ কঠিন হয়ে পড়ে। এই ঘটনার সুনির্দিষ্ট কোনও কারণ খুঁজে না পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে কুম্ভকার পরিবারের মধ্যে। ঘটনার কথা জানাজানি হলে গ্রাম জুড়েই আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও পুলিশকে।
গ্রাম পঞ্চায়েতের কর্মকর্তারা এলাকা পরিদর্শণ করে খবর দেয় ব্লক স্তরে। বিষয়টির কারণ জানার জন্য ভূতত্ব গবেষকদের তলব করার দাবি জানান স্থানীয় বাসিন্দারা। বিষয়টি খতিয়ে দেখার আস্বাস দিয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত। প্রশাসনের তরফে ইতিমধ্যেই তলব করা হয়েছে বিজ্ঞান মঞ্চকে। বিজ্ঞান মঞ্চের দাবি নতুন ওই বাড়ির মেঝেতে সিমেন্টের সঙ্গে কোনও রাসায়নিকের বিক্রিয়ার ফলেই এই তাপ উৎপন্ন হতে পারে। বিষয়টি পর্যবেক্ষণ করে কারণ খোঁজার চেষ্টা হবে বলে জানিয়েছে বিজ্ঞান মঞ্চ।