Left Front Protest in Bankura: স্কুল খোলার দাবিতে পথে বামপন্থী শিক্ষক সংগঠন, পোড়ানো হল ব্রাত্য বসুর কুশপুতুল
Bankura: আজ সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তের কোথাও রাজ্যের শিক্ষামন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে আবার কোথাও রাস্তায় শুয়ে প্রতিবাদে সামিল হন বামপন্থী শিক্ষক ও ছাত্র সংগঠন।
বাঁকুড়া: কয়েকদিন আগে স্কুল খোলার দাবিতে এসএফআইয়ের বিক্ষোভে উত্তাল হয় কলকাতার কলেজ স্ট্রিট চত্ত্বর। ব্যারিকেড ভাঙার চেষ্টা করতে থাকেন বিক্ষোভকারীরা। ফলত পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে বিক্ষোভকারীদের। ছাত্র সংগঠনের বিক্ষোভ ঠেকাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। এবার আর কলকাতা নয়। জেলাতেও বিক্ষোভের স্কুল খোলার দাবিতে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। শনিবার স্কুল খোলা নিয়ে পথ অবরোধ করে বামপন্থী বিভিন্ন সংগঠন। রাস্তায় নামেন প্রাথমিক শিক্ষকরা। শুধু তাই নয়, স্কুল খোলার দাবিতে পথ অবরোধ করেন স্বয়ং বিধায়ক। এরপর পোড়ানো হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কুশ পুতুল।
স্কুল খোলার দাবিতে ক্রমশই বাঁকুড়া জেলা জুড়ে আন্দোলনের ধার বৃদ্ধি করছে বামপন্থী বিভিন্ন সংগঠন। আজ সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তের কোথাও রাজ্যের শিক্ষামন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে আবার কোথাও রাস্তায় শুয়ে প্রতিবাদে সামিল হন বামপন্থী শিক্ষক ও ছাত্র সংগঠন। এদিন সকালে বাঁকুড়ার বেলিয়াতোড়ে রাস্তায় শুয়ে প্রতিবাদে সামিল হন প্রাথমিক শিক্ষকেরা। বামপন্থী প্রাথমিক শিক্ষক সংগঠনের এই আন্দোলনে সামিল হন প্রাক্তন বিধায়কও। এই অবরোধের জেরে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে বেলিয়াতোড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দেয়।
অন্যদিকে এদিন একই দাবিতে বাঁকুড়ার মাচানতলায় এস এফ আই ও বামপন্থী শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বাঁকুড়ার মাচানতলায় পথ অবরোধ করা হয়। অবিলম্বে রাজ্য জুড়ে স্কুল খোলার দাবিতে আন্দোলনকারীরা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কুশপুতুল পোড়ান। অবিলম্বে রাজ্য জুড়ে স্কুল খোলা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে বামপন্থী ওই সংগঠনগুলি।
আরও পড়ুন: Child Murder: মায়ের সঙ্গে ‘পাড়ার কাকু’কে অন্যভাবে দেখে ফেলেছিল, মর্মান্তিক পরিণতি ৩ বছরের খুদের!