Bankura Road Accident: বাইক থেকে ছিটকে রাস্তায়, সেকেন্ডের মধ্যেই শেষ বছর উনত্রিশের ছেলেটা
Bankura: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে বাইকের পিছনে স্থানীয় এক ব্যক্তিকে বসিয়ে সোমনাথ বাগ সোনামুখী থেকে বোরলবান্দি গ্রামে ফিরছিলেন।
বাঁকুড়া: গাড়িতে বাড়ছে গতি। নেই কোনও নিয়ন্ত্রণ। ফাঁকা রাস্তা পেতেই হু-হু করে চলছিল বাইক। আর তারই ফলস্বরূপ মর্মান্তিক দুর্ঘটনা। বেপরোয়া গতির বলি এক বাইক আরোহী। আহত আরও এক।
রবিবারের রাত্রিবেলার ঘটনা। বাঁকুড়ার সোনামুখী থানার বেশে এলাকায় বাইক দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সোমনাথ বাগ (২৯)। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে বাইকের পিছনে স্থানীয় এক ব্যক্তিকে বসিয়ে সোমনাথ বাগ সোনামুখী থেকে বোরলবান্দি গ্রামে ফিরছিলেন। বেশে এলাকায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গাছে ধাক্কা মারে বাইকটি। পরে সোনামুখী থানার পুলিশ আহত দুই আরোহীকে উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা সোমনাথকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
এক স্থানীয় বাসিন্দা জানান, “আমি যা শুনতে পেলাম ছেলেটি সোনামুখী এসেছিল। সেখান থেকে বাড়ি ফিরে যাচ্ছিল। ফেরার পথে একটি কালভার্টে জোরে ধাক্কা মারে। এবার গাড়িতে গতি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সোজা গিয়ে গাছে ধাক্কা মারে। আর তারপরই মৃত্যু হয়েছে বলে জানতে পারি। তবে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।”
বস্তুত, রবিবার কলকাতার নিউটাউনের রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে তা হয়। ঘটনায় তিনজনের অবস্থা আশঙ্কাজনক। একজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছিল। জানা যায়, শনিবার গভীর রাতে পুলিশের কাছে ফোন আসে বলাকা আবাসনের আগের রাস্তার মধ্যে অনেকে আহত অবস্থায় পড়ে রয়েছেন। গোটা রাস্তায় চাপ-চাপ রক্তের দাগ। খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান গেলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকিদের চিকিৎসা চলছে।