Bankura: বিয়েবাড়ি যাওয়াই কাল! ফিরতেই বাড়ির অবস্থা দেখে চোখ কপালে উঠে গেল বাঁকুড়ার দুই পরিবারের

Bankura: ওই এলাকা দিয়ে চলে গিয়েছে রেললাইন। এলাকাবাসীদের অভিযোগ, রাতের অন্ধকার নামলেই ওই লাইনে নিত্যদিন বসে সমাজবিরোধীদের মদের আসর। সে কারণেই গোটা এলাকাতেই সমাজবিরোধীদের দাপট ক্রমেই বাড়ছে।

Bankura: বিয়েবাড়ি যাওয়াই কাল! ফিরতেই বাড়ির অবস্থা দেখে চোখ কপালে উঠে গেল বাঁকুড়ার দুই পরিবারের
তদন্তে পুলিশ Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 19, 2024 | 1:54 PM

বাঁকুড়া: বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে পরপর দু’টি বাড়ি থেকে সর্বস্ব নিয়ে চম্পট দিল চোরের দল। প্রশ্নের মুখে বাঁকুড়া শহরের নিরাপত্তা। চাঞ্চল্যকর ঘটনা বাঁকুড়া শহরের ৪ নম্বর ওয়ার্ডের ময়রাবাঁধ জামাইপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বাড়ি ফাঁকা রেখে এলাকারই একটি পরিবার বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে বাইরে গিয়েছিল। অন্য পরিবার গিয়েছিল আত্মীয়র বাড়ি। দু’টি বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে সর্বস্ব চুরি করে চম্পট দিল চোরের দল। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই ফের একবার প্রশ্নের মুখে গোটা শহরের নিরাপত্তা। 

বাঁকুড়া শহরে ৪ নম্বর ওয়ার্ডের ময়রাবাঁধ জামাইপাড়া এলাকার বাসিন্দা তাপস দাস ও কল্যাণী চক্রবর্তী। এলাকা সূত্রে খবর, তাপস দাসের পরিবার সোমবার বাড়ি তালাবন্ধ করে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়েছিল। রাতেই বাড়ি ফিরে দেখেন দরজার তালা ভেঙে সর্বস্ব চুরি করে নিয়ে গেছে চোরের দল। খোয়া গিয়েছে বাড়িতে রাখা নগদ ৬৫ হাজার টাকা ও বেশ কিছু সোনা-রূপোর গহনা। অন্যদিকে কল্যাণী চক্রবর্তী সপরিবারে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ায় বাড়ি ছিল তালাবন্ধ। সেই সুযোগে তাঁর বাড়িতেও হানা দিয়ে সর্বস্ব নিয়ে যায় চোরের দল। খবর পেয়ে তাঁরা তড়িঘড়ি বাড়িতে ফিরে দেখেন বাড়িতে রাখা নগদ ৭২ হাজার টাকা নিয়ে পালিয়েছে চোরের দল। 

এদিকে ওই এলাকা দিয়ে চলে গিয়েছে রেললাইন। এলাকাবাসীদের অভিযোগ, রাতের অন্ধকার নামলেই ওই লাইনে নিত্যদিন বসে সমাজবিরোধীদের মদের আসর। সে কারণেই গোটা এলাকাতেই সমাজবিরোধীদের দাপট ক্রমেই বাড়ছে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন তাঁরা। দ্রুত যাতে অ্য়াকশন নেওয়া হয় সেই আর্জিও জানাচ্ছেন। ঘটনার খবর পেতেই তদন্তে নেমেছে বাঁকুড়া সদর থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার লোকজনকে। 

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)