HS Exam: মাইক বাজানোর প্রতিবাদ করায় কাটারির কোপ, ছাড় পেল না উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীও

HS Exam: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকেও ব্যাপক মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় দুই ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা বাঁকুড়ার পাত্রসায়ের থানার কান্তার গ্রামের ঘটনা। উত্তেজনা এলাকায়।

HS Exam: মাইক বাজানোর প্রতিবাদ করায় কাটারির কোপ, ছাড় পেল না উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীও
উত্তেজনা এলাকায় Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 21, 2024 | 4:43 PM

বাঁকুড়া: উচ্চমাধ্যমিক পরীক্ষার মাঝেই উচ্চ স্বরে মাইক বাজিয়ে চলছিল সরস্বতীর প্রতিমা নিরঞ্জন। মাইক বাজানোর প্রতিবাদ জানানোয় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর পরিবারের তিন জনকে কাটারির কোপ মারার অভিযোগ উঠল স্থানীয় দুই ব্যাক্তির বিরুদ্ধে। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকেও ব্যাপক মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় দুই ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা বাঁকুড়ার পাত্রসায়ের থানার কান্তার গ্রামের ঘটনা। উত্তেজনা এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাত্রসায়ের থানার কান্তার গ্রামে গতকাল রাতে ঘটা করে চলছিল সরস্বতী প্রতিমার নিরঞ্জন। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান গ্রামেরই এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর পরিবার। অভিযোগ প্রতিবাদ করায় পরীক্ষার্থীর ওই পরিবারের সঙ্গে স্থানীয় দুই ব্যাক্তির সঙ্গে বচসা শুরু হয়। পরে পরীক্ষার্থীর পরিবারের সদস্যদের উপরে চড়াও হন স্থানীয় দুই ব্যাক্তি। 

অভিযোগ, ওই পরিবারের তিন সদস্যকে বেধড়ক মারধর করার পর কাটারি দিয়ে তাঁদের এলোপাথাড়ি কোপ মারা হয়। বাধা দিতে গিয়ে আক্রান্ত হয় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীও। আহতদের উদ্ধার করে প্রথমে পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে তিনজনকেই বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহতদের তরফে দায়ের করা অভিযোগের ভিত্তিতে বুধবার পাত্রসায়ের থানা কৃষ্ণপদ ঘোষ ও ধীরু ঘোষ নামের দুই অভিযুক্তকে গ্রেফতার করে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে।