Land Problem: বৃদ্ধাকে জমি বিক্রি করতে বলেছিলেন প্রোমোটার, রাজি না হওয়ায়… চাঞ্চল্যকর দাবি পরিবারের
Bankura: বাইপাস লাগোয়া এলাকায় উমারানি কারক নামে এক বৃদ্ধার জমি রয়েছে।
বাঁকুড়া: প্রমোটারের বিরুদ্ধে গায়ের জোর খাটিয়ে জায়গা দখলের চেষ্টার অভিযোগ উঠল। অভিযোগ, এক বৃদ্ধাকে তাঁর সম্পত্তি বিক্রির জন্য চাপ দেওয়া হচ্ছিল। তিনি তাতে রাজি না হওয়ায়, জায়গা দখল করে নেওয়ার অভিযোগ তোলে বৃদ্ধার পরিবার। যদিও যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই প্রোমোটার জানান, কোথাও কোনও জায়গা দখল হয়নি। একেবারেই নিয়ম মেনে কাজ চলছে। বাঁকুড়া শহরের বাইপাস লাগোয়া এলাকার ঘটনা।
বাইপাস লাগোয়া এলাকায় উমারানি কারক নামে এক বৃদ্ধার জমি রয়েছে। সেই জমি কুশ অধুর্য নামে এক প্রোমোটার দখল করে নির্মাণ কাজ করছেন। অভিযোগ, বৃদ্ধাকে জমি বিক্রি করতে বলেছিলেন তিনি। তাতে রাজি না হওয়ায় এলাকার একটি জলাভূমি ভরাট করে নেন প্রোমোটার। এরপরই বৃদ্ধার জায়গার একাংশ পাঁচিল দিয়ে ঘিরে ফেলেন বলে অভিযোগ। অভিযোগ পেয়ে এলাকায় যান বাঁকুড়ার উপপুরপ্রধান হীরালাল চট্টরাজ। এই নির্মাণের জন্য পুরসভার কোনও অনুমতি নেওয়া হয়নি বলেও জানান তিনি।
উমারানিদেবীর ছেলের বউ রিনা কারক বলেন, “১৫৪ দাগে আমার ১০ ডেসিমেল জায়গা ছিল। পরে ৫ ডেসিমেলে রাস্তা হয়, ৫ ডেসিমেল আমরা পাই। এবার সেই জায়গাটা বিক্রি করার জন্য কুশ অধুর্য আমাদের হুমকি দিচ্ছেন। দিতে রাজি হইনি বলে গোটা এলাকা ঘিরে ফেলছে। জোর করে জমি দখল করে নেওয়ার চেষ্টা করছে। প্রশাসনের দ্বারস্থ হয়েছি। পুরপ্রধান, উপপুরপ্রধানকে জানিয়েছি।” যদিও যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই কুশ অধুর্যর দাবি, যারা বাউন্ডারি দিচ্ছেন, সেটা তাঁদের কেনা জমি। কার্তিক মজুমদারের শ্বশুরবাড়ি সূত্রে এই সম্পত্তি পাওয়া। রাস্তার জমি। কোথাও পুকুরের জমির প্রশ্নই নেই। পুকুরের মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেলে তা কি আর পুকুরের জমি থাকে?, প্রশ্ন ওই প্রোমোটারের।
কার্তিক মজুমদার বলেন, “এই জায়গা আমার কেনা। আমার স্ত্রীর নামে জায়গা কেনা আছে। স্কেচ, নকশা সবই আছে। আমার জায়গাতেই আমি কাজ করাচ্ছি। এক ইঞ্চি জায়গা দখল করিনি। স্কেচ দেখে মাপলে জায়গা কিছুটা বাড়বে হয়ত।” বাঁকুড়া পুরসভার উপপুরপ্রধান হীরালাল চট্টরাজের কথায়, “এক ভদ্রমহিলা আমাকে জানান, তাঁর জায়গা দখল করে নিয়ে কাজ করছে। তবে উনি আদালতেও গিয়েছেন। যেহেতু আইনি বিষয়, পুরসভা কথা বলতে পারে না। কারণ, আমরা কোর্টের ঊর্ধ্বে কেউ নই। তবু উনি অভিযোগ করেছেন বলে দেখে গেলাম।”