Bratya Basu: প্রধান শিক্ষক পদে প্রচুর নিয়োগের পথে রাজ্য, বিজ্ঞপ্তি জারি কবে?

Bratya Basu: শিক্ষামন্ত্রী জানালেন, প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে সম্ভবত এই মাসেই মন্ত্রিসভার অনুমোদন এসে যাবে। মন্ত্রিসভার সবুজ সংকেত এসে গেলেই এসএসসি দ্রুত বিজ্ঞপ্তি জারি করতে পারবে বলে মনে করছেন তিনি।

Bratya Basu: প্রধান শিক্ষক পদে প্রচুর নিয়োগের পথে রাজ্য, বিজ্ঞপ্তি জারি কবে?
ব্রাত্য বসু
Follow Us:
| Edited By: | Updated on: Apr 05, 2023 | 5:38 PM

বাঁকুড়া: শীঘ্রই রাজ্য সরকার প্রচুর নিয়োগের পথে এগোচ্ছে। স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) আওতায় রাজ্য়ে প্রধান শিক্ষক নিয়োগের (Head Master Recruitment) ভাবনার কথা আগেই জানিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। এবার শিক্ষামন্ত্রী জানালেন, প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে সম্ভবত এই মাসেই মন্ত্রিসভার অনুমোদন এসে যাবে। মন্ত্রিসভার সবুজ সংকেত এসে গেলেই এসএসসি দ্রুত বিজ্ঞপ্তি জারি করতে পারবে বলে মনে করছেন তিনি। প্রসঙ্গত, রাজ্য সরকার প্রায় আড়াই হাজার শূন্যপদে প্রধান শিক্ষক নিয়োগের পথে এগোচ্ছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। স্কুল সার্ভিস কমিশন সূত্রে এর আগে জানা গিয়েছিল, সম্ভবত মে মাস নাগাদ প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশন জারি করা হতে পারে। এবার সেই বিষয়ে আরও আশার আলো দেখালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বুধবার বাঁকুড়ায় প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ সংক্রান্ত একটি শিবিরে আমন্ত্রিত ছিলেন ব্রাত্য বসু। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানালেন তিনি।

রাজ্যে প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটি গুঞ্জন অনেকদিন ধরেই ছড়িয়েছে। কবে সেই নিয়োগ হবে, সেই অপেক্ষায় বসে রয়েছেন অনেকেই। এমন অবস্থায় বুধবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মুখে এমন কথায় আরও বেশি আশ্বস্ত হলেন নিয়োগপ্রার্থীরা। অন্তত এমনই মনে করছেন ওয়াকিবহাল মহল।

পাশাপাশি রাজ্যে স্নাতক স্তরে চার বছরের কোর্স সংক্রান্ত বিষয়েও প্রশ্ন করা হয়েছিল শিক্ষামন্ত্রীকে। তিনি অবশ্য জানালেন, এখনই এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। বললেন, ‘যথাসময়ে বিকাশভবন থেকে জানানো হবে। ইতিমধ্যেই উপাচার্য স্তরে একটি কমিটি গঠন হয়েছে। এরপর অধ্যক্ষদের নিয়ে একটি কমিটি গঠন হবে। উপাচার্যরা সুপারিশগুলি অধ্যক্ষরা খতিয়ে দেখবেন। কিন্তু এর জন্য প্রচুর টাকা দরকার, ইউজিসি সেই নিয়ে কিছু বলছে না।’  ব্রাত্য বসুর দাবি, ইউজিসি থেকে যেন এই আর্থিক বিষয়টির কীভাবে সমাধান হবে, সেই বিষয়েও যাতে একটি দিকনির্দেশ করে।