West Bengal Panchayat Polls: আগুনে পুড়ে ছাই তৃণমূলের পতাকা, গুরুতর অভিযোগ কর্মীদের
West Bengal Panchayat Polls: ঘটনাস্থল বাঁকুড়ার রাইপুর ব্লকের ফুলকুশমা গ্রাম পঞ্চায়েতের ধাও গ্রাম। পঞ্চায়েত ভোটের জন্য সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা টাঙানো ছিল।
বাঁকুড়া: নির্বাচন যত এগিয়ে এসেছে ততই বেড়েছে অশান্তি। ছোট-ছোট বিষয়কে হাতিয়ার করে এখন বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়াচ্ছে। বাঁকুড়ার রাইপুর ব্লকে তৃণমূলের পতাকা আগুনে পুড়িয়ে ফেলাকে কেন্দ্র করে উত্তেজনা বেধেছে। অভিযোগের তীর বিজেপির দিকে। যদিও, ঘটনা অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব।
ঘটনাস্থল বাঁকুড়ার রাইপুর ব্লকের ফুলকুশমা গ্রাম পঞ্চায়েতের ধাও গ্রাম। পঞ্চায়েত ভোটের জন্য সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা টাঙানো ছিল। শনিবার সকালে স্থানীয় তৃণমূল নেতৃত্ব দেখতে পান রাস্তার ধারে টাঙানো বেশ কয়েকটি পতাকা কেউ বা কারা খুলে ফেলেছে। শুধু তাই নয়, তাতে কেউ বা কারা আগুন ধারিয়ে দিয়েছে।
এই ঘটনা ঘটার পরই তৃণমূল কর্মীদের সন্দেহ যে বিজেপি এই নোংরা রাজনৈতিক খেলা খেলছে। যদিও সেই দাবি অস্বীকার করে বিজেপি নেতৃত্ব বলেছে এই ধরনের নোংরা রাজনীতি তারা করে না। সবটাই গোষ্ঠী কোন্দলের ফলাফল। এই বিষয়ে অমিয় কর্মকার বলেন, “ভারতীয় জনতা পার্টি একটি রাষ্ট্রীয় দল। তাই আমাদের কর্মীদের এমন কোনও মানসিকতা নেই যে তারা অন্য দলের পতাকা পুড়িয়ে দেবে। এটা ওদের কোন্দলের ফলাফল।”