মায়ের দেহ পড়ে লাইনে, ছেলের শরীর আটকে যায় ট্রেনের কাউ ক্যাচারে! মর্মান্তিক দৃশ্য বীরভূমে
TV9 বাংলা ডিজিটাল: ছেলের হাত ধরেই রেললাইন ধরে হাঁটছিলেন। পিছনের মালগাড়ির হর্নের শব্দটা কি কানে যায়নি তাঁর? প্রথমে মালগাড়ি ধাক্কা মারে মহিলাকে। রেললাইনের ওপরই ছিটকে পড়েন তিনি। আর তাঁর বছর তিনেকের ছেলের শরীরটা আটকে যায় ট্রেনের কাউ ক্যাচারে। থেঁতলে যাওয়া ছোট্ট শরীরটা ট্রেনের সঙ্গেই চলে অনেকটা দূর। যে মানুষটা বাড়ি থেকে বেরিয়েছিলেন ওষুধ কিনতে যাবেন […]
TV9 বাংলা ডিজিটাল: ছেলের হাত ধরেই রেললাইন ধরে হাঁটছিলেন। পিছনের মালগাড়ির হর্নের শব্দটা কি কানে যায়নি তাঁর? প্রথমে মালগাড়ি ধাক্কা মারে মহিলাকে। রেললাইনের ওপরই ছিটকে পড়েন তিনি। আর তাঁর বছর তিনেকের ছেলের শরীরটা আটকে যায় ট্রেনের কাউ ক্যাচারে। থেঁতলে যাওয়া ছোট্ট শরীরটা ট্রেনের সঙ্গেই চলে অনেকটা দূর। যে মানুষটা বাড়ি থেকে বেরিয়েছিলেন ওষুধ কিনতে যাবেন বলে, তিনি কীভাবে রেললাইনের ধারে পৌঁছলেন, তা ঠাওর করতে পারছেন না বাড়ির সদস্যরা। মুর্শিদাবাদের (Murshidabad) কাদুয়া গ্রামের বছর তেইশের গৃহবধূ তামান্না খাতুন ও তাঁর ছেলের রহস্যমৃত্যুতে উঠছে একাধিক প্রশ্ন। সোমবার সকালে বীরভূমের (Birbhum) রাজগ্রাম (Rajgram) স্টেশন ঢোকার মুখে মা ও ছেলের মৃত্যু হল মালগাড়িির ধাক্কায়। রেলপুলিশ দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট জেলা হাসপাতালে পাঠায়।
আরও পড়ুন: বিজেপির পাঁচ সদস্য তৃণমূলে, বোর্ড দখল করার পথে ঘাসফুল
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মালগাড়ি চলে যাওয়ার পর ঘটনাস্থলের কাছেই মহিলার দেহ পড়ে থাকতে দেখা যায়। শিশুটির দেহ দেহ প্রায় ৮ কিলোমিটার দূরে বাসলই ও মুরারই স্টেশনের মাঝে উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে রেলপুলিশের অনুমান, দুর্ঘটনার পর শিশুটির দেহ ইঞ্জিনের সামনে কাউ ক্যাচারে আটকে যায়। সেই কারণেই অত দূরে উদ্ধার হয়েছে দেহ। এটি আত্মহত্যা নাকি নেহাতই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিস। পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।