প্রকাশ্যে পঞ্চায়েতের মদতেই চলছে গাছ কাটা!
TV9 বাংলা ডিজিটাল: আমফানের ক্ষতি পূরণ করতে সবুজায়নের লক্ষ্যে দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas) গাছ লাগাচ্ছে রাজ্য সরকার। আর সেখানেই প্রকাশ্যে গাছ কাটার অভিযোগ উঠল পঞ্চায়েতের (Panchayet) বিরুদ্ধে। জয়নগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রকাশ্যেই মূল্যবান গাছ কেটে (Cut Down Trees)ফেলা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, শ্রীপুর পঞ্চায়েতের পক্ষ থেকে স্থানীয় নেতাজি পার্কে ঝড়ে ভেঙে পড়া গাছ […]
TV9 বাংলা ডিজিটাল: আমফানের ক্ষতি পূরণ করতে সবুজায়নের লক্ষ্যে দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas) গাছ লাগাচ্ছে রাজ্য সরকার। আর সেখানেই প্রকাশ্যে গাছ কাটার অভিযোগ উঠল পঞ্চায়েতের (Panchayet) বিরুদ্ধে। জয়নগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রকাশ্যেই মূল্যবান গাছ কেটে (Cut Down Trees)ফেলা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, শ্রীপুর পঞ্চায়েতের পক্ষ থেকে স্থানীয় নেতাজি পার্কে ঝড়ে ভেঙে পড়া গাছ কাটার কাজ শুরু হয়। ভেঙে পড়ে গাছ কেটে সরিয়ে নেওয়ার পরও ভাল গাছ কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। এমনকি তার বদলে সরকারি নিয়ম অনুযায়ী কোনও গাছ লাগানোও হচ্ছে না। প্রাথমিকভাবে প্রতিবাদ জানাতে শুরু করেন স্থানীয়রাই। পঞ্চায়েতের প্রতিনিধিদের সঙ্গেও তাঁদের একাধিকবার ঝামেলা হয়েছে।
আরও পড়ুন: মায়ের দেহ পড়ে লাইনে, ছেলের শরীর আটকে যায় ট্রেনের কাউ ক্যাচারে! মর্মান্তিক দৃশ্য বীরভূমে
জয়নগর ১ নম্বরের বিডিও সত্যজিৎ বিশ্বাস বলেন, ‘‘বনদফতরের অনুমতি ছাড়া গাছ কাটা যায় না। ওখান কী ঘটেছে জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।’’