বিজেপির পাঁচ সদস্য তৃণমূলে, বোর্ড দখল করার পথে ঘাসফুল
TV9 বাংলা ডিজিটাল: সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এ যেন উলটপুরাণের নজির। তৃণমূল (TMC) ছেড়ে বিজেপি (BJP) তে যোগ দেওয়াটা যেখানে রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে, সেখানেই বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন পাঁচ জন। পুরুলিয়ার (Purulia) বরাবাজার পঞ্চায়েত সমিতির পাঁচ বিজেপি সদস্য তৃণমূলে যোগ দিলেন। তাঁদের মধ্যে রয়েছেন তিন জন সমিতির কর্মাধ্যক্ষ। ২৮ আসন বিশিষ্ট বরাবাজার পঞ্চায়েত সমিতিতে তৃণমূল […]
TV9 বাংলা ডিজিটাল: সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এ যেন উলটপুরাণের নজির। তৃণমূল (TMC) ছেড়ে বিজেপি (BJP) তে যোগ দেওয়াটা যেখানে রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে, সেখানেই বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন পাঁচ জন। পুরুলিয়ার (Purulia) বরাবাজার পঞ্চায়েত সমিতির পাঁচ বিজেপি সদস্য তৃণমূলে যোগ দিলেন। তাঁদের মধ্যে রয়েছেন তিন জন সমিতির কর্মাধ্যক্ষ।
২৮ আসন বিশিষ্ট বরাবাজার পঞ্চায়েত সমিতিতে তৃণমূল ১৪টি আসনে জয়ী হয়। বিজেপি ১৩ ও কংগ্রেস ১টিতে জয়ী হয়। কংগ্রেসের রামজীবন মাহাতোকে সভাপতি করে বিজেপি সমিতির দখল নেয়। উল্লেখ্য, দু’পক্ষের সদস্য সমান থাকায় বরাবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচনের সভায় লটারি করার সিদ্ধান্ত হয়েছিল। তাতে কংগ্রেসের রামজীবনবাবুর নাম ওঠে। কিন্তু শংসাপত্র দেওয়া নিয়ে জটিলতা তৈরি হয়।
আরও পড়ুন: তৃণমূল কর্মীকে গুলি, ভেঙে দেওয়া হল চোয়াল, উত্তপ্ত মাথাভাঙা
১০ মাস পর ২০১৯ সালের জুলাইয়ে হাইকোর্টের নির্দেশে বোর্ড গঠন হয়। দায়িত্ব পান রামজীবন মাহাতো। এই দলবদলের পর ওই সমিতিতে তৃণমূল ও কংগ্রেসের আসনের পুনর্বিন্যাস হবে। তৃণমূল নেতৃত্বের দাবি, এখন বিজেপি সংখ্যাগরিষ্ঠতা হারাল। ওই সমিতি আনুষ্ঠানিকভাবে তৃণমূলের হয়ে যাবে। তবে দলবদল নিয়ে বিজেপি নেতৃত্বের দাবি, তাঁদের দলে দুর্নীতিগ্রস্তদের ঠাঁই নেই।