২০ ডিসেম্বর বোলপুরে রোড শো-সভা শাহর, এখানেই কি দেবেন নাড্ডার ওপর ‘হামলা’র জবাব?

রবিবারই স্থানীয় দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন কৈলাশ বিজয়বর্গীয়। ছিলেন অনুপম হাজরা, দিলীপ ঘোষ।

২০ ডিসেম্বর বোলপুরে রোড শো-সভা শাহর, এখানেই কি দেবেন নাড্ডার ওপর 'হামলা'র জবাব?
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Dec 13, 2020 | 1:47 PM

বীরভূম: ১৮ ডিসেম্বর বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ২০ ডিসেম্বর র্যালি করবেন বোলপুরে (Bolpur)। তারপর বোলপুরেই একটি সভা করবেন তিনি। শেষে  বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে দেখা করতে যাবেন শাহ। আপাতত এমনই নির্ধারিত রয়েছে তাঁর কর্মসূচি। তাঁর সফর ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে বীরভূমে। রবিবারই বোলপুরে স্থানীয় দলীলয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন কৈলাশ বিজয়বর্গীয়। ছিলেন অনুপম হাজরা, দিলীপ ঘোষ।

বোলপুরে অমিত শাহর রোড শো প্রসঙ্গে বললেন বিজেপিনেতা অনুপম হাজরা বললেন, “যেখানে পিঁপড়ে বেশি, সেখানেই ব্লিচিং ছড়াতে হয়।” আর সেই কারণেই নাকি বীরভূমে অমিত শাহ রোড শো করবেন বলে জানান তিনি। স্বাভাবিকভাবেই এই কথার মাধ্যমে যে স্থানীয় তৃণমূলনেতৃত্বকেই তিনি বিঁধলেন, তা স্পষ্ট রাজনৈতিক মহলের কাছে। মূলত গত বৃহস্পতিবার ডায়মন্ডহারবারে সভায় যোগ দিতে যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার জবাব রাজনৈতিকভাবে দিতেই শাহ-র এই বঙ্গ সফর বলে মনে করছে রাজনৈতিক মহল। সেক্ষেত্রে এবার অমিতের রোড শো কিংবা সভা বিশেষ তাত্পর্যপূর্ণ।

বৃহস্পতিবারের ঘটনার পরই টুইট করেন অমিত শাহ। লেখেন, “আজ বাংলায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ওপর আক্রমণ খুব নিন্দনীয়। কেন্দ্রীয় সরকার এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। এই কাজের জন্য বাংলার সরকারকে রাজ্যের মানুষ জবাব দেবে।”

আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে রাজীব, রয়েছেন প্রশান্ত কিশোরও

উল্লেখ্য, এখনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলা সফরের কোনও কর্মসূচি ছিল না। কিন্তু বৃহস্পতিবারের নাড্ডা দিল্লি পৌঁছানোর পরই আকস্মিক বঙ্গ নেতৃত্বের কাছে শাহ সফরের কথা জানিয়ে ফোন আসে। শাহর এই সফরের দিকে তাকিয়ে বঙ্গ রাজনীতির বিশ্লেষকরা।