সাড়ে ৩ বছর পর বীরপাড়ার সভায় গুরুং, পাল্টা ‘শক্তি-সভায়’ সুকনায় তামাং

গেরুয়া শিবিরের ভিত আলগা করতে মাদারিহাট বিধাসভা কেন্দ্রের বীরপাড়াকেই বিমল গুরুং বেছে নিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক ওয়াকিবহল মহল।

সাড়ে ৩ বছর পর বীরপাড়ার সভায় গুরুং, পাল্টা 'শক্তি-সভায়' সুকনায় তামাং
বীরপাড়ার সভায় উপস্থিত বিমল গুরুং
Follow Us:
| Updated on: Dec 13, 2020 | 2:12 PM

আলিপুরদুয়ার: মাঝে ব্যবধান সাড়ে তিন বছর। ফের ডুয়ার্সের বীরপাড়ায় বিমল গুরুং (Bimal Gurung)। রয়েছেন রোশন গিরিও।

রবিবার বীরপাড়ার প্রগতি ময়দানে গুরুংয়ের এই দফায় ডুয়ার্সে প্রথম জনসভা। সকাল থেকেই জনসভায় অত্যুত্সাহী কর্মী সমর্থকদের ভিড়। বেলা দুটো নাগাদ মঞ্চে উপস্থিত হন গুরুং। তাঁকে ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস তখন চোখে পড়ার মত।

উল্লেখ্য, ২০১৬ সালে গুরংয়ের সমর্থন নিয়ে মাদারিহাট আসনটি জেতে বিজেপি। যদিও প্রত্যাবর্তনের পর গত রবিবার গুরুং শিলিগুড়ির সভা থেকে মমতাকে জেতানোর বার্তা দিয়েছেন। ফলে এবারের নির্বাচনে গুরুংয়ের ভূমিকা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। গেরুয়া শিবিরের ভিত আলগা করতে মাদারিহাট বিধাসভা কেন্দ্রের বীরপাড়াকেই বিমল গুরুং বেছে নিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক ওয়াকিবহল মহল। এর মধ্যে এ দিনই সুকনায় ফুটবল মাঠে বিনয় তামাং, অনীত থাপাদের সভা।

(সভায় উঠেছে বিমল গুরুং…সবিস্তারে আসছে)