Road Accident: নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা,বাসের মধ্যে মৃত্যু মহিলা ও তাঁর শিশুর

Nalhati: প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বীরভূমের রামপুরহাটের দিক থেকে নলহাটির অভিমুখে যাচ্ছিল যাত্রী বোঝাই একটি বেসরকারি বাস। তেজহাটি মোড়ের কাছে রাস্তার পাশে তখন দাঁড়িয়ে ছিল একটি ডাম্পার। বাসটির গতিবেগ এতই বেশি ছিল যে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা মারে ডাম্পারের পিছনেই।

Road Accident: নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা,বাসের মধ্যে মৃত্যু মহিলা ও তাঁর শিশুর
মৃত্যু মা ও মেয়েরImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 16, 2024 | 5:09 PM

নলহাটি: লাগামহীন নিয়ন্ত্রণ। আর তার মাশুল দিল দু’টো প্রাণ। নিয়ন্ত্রণহীন হয়ে যাত্রবাহী বাসের ধাক্কা ডাম্পারের পিছনে। ঘটনাস্থলেই মৃত্যু এক মহিলা ও শিশুর। আহত প্রায় কুড়ি জন বাস যাত্রী। আহত হয়েছেন চালকও। মঙ্গলবার দুপুরে পথ দুর্ঘটনাটি ঘটেছে রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বীরভূমের রামপুরহাটের দিক থেকে নলহাটির অভিমুখে যাচ্ছিল যাত্রী বোঝাই একটি বেসরকারি বাস। তেজহাটি মোড়ের কাছে রাস্তার পাশে তখন দাঁড়িয়ে ছিল একটি ডাম্পার। বাসটির গতিবেগ এতই বেশি ছিল যে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা মারে ডাম্পারের পিছনেই। বাসের ভিতরে যাঁরা দাঁড়িয়ে ছিলেন তাঁরা একে অন্যের ঘাড়ে গিয়ে পড়েন। আহত হন প্রায় কুড়িজন বাস যাত্রী। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক বাস যাত্রী মহিলা ও তাঁর শিশুর।

দূর্ঘটনার খবর পেয়ে এলাকার বাসিন্দারা আহতদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ ও রামপুরহাট দমকল বাহিনী। মৃতের স্বামী বলেন, “আমরা কেবিনের কাছে বসে ছিলাম। বাসের সামনেই আমার স্ত্রী-মেয়ে বসেছিল। ডাক্তার দেখিয়ে ফিরছিলাম। বাসটা ধাক্কা মেরেছে ডাম্পারে। দুজনই শেষ হয়ে গিয়েছে।”