শাহ সফরের আবহে দুই পড়ুয়ার ‘হাউজ অ্যারেস্ট’, চাপানউতোর বিশ্বভারতীতে

বীরভূম: বিশ্বভারতীতে স্বরাষ্ট্রমন্ত্রীর আসাকে ঘিরে গত কয়েকদিন ধরেই আন্দোলনে এখানকার বামপন্থী ছাত্র সংগঠনগুলি। তাদের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানে ভোট প্রচারে আসছেন অমিত শাহ। প্রতিবাদে আন্দোলনেও নামে তারা। পরিস্থিতি সামাল দিতে এবার দুই ছাত্র নেতাকে গৃহবন্দি করে রাখার অভিযোগ উঠল। শনিবার রাত থেকে বামপন্থী ছাত্র সংগঠনের দুই মুখ ফাল্গুনী পান ও সোমনাথ সাউকে প্রশাসন ‘হাউজ অ্যারেস্ট’ করেছে […]

শাহ সফরের আবহে দুই পড়ুয়ার 'হাউজ অ্যারেস্ট', চাপানউতোর বিশ্বভারতীতে
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Dec 20, 2020 | 12:06 PM

বীরভূম: বিশ্বভারতীতে স্বরাষ্ট্রমন্ত্রীর আসাকে ঘিরে গত কয়েকদিন ধরেই আন্দোলনে এখানকার বামপন্থী ছাত্র সংগঠনগুলি। তাদের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানে ভোট প্রচারে আসছেন অমিত শাহ। প্রতিবাদে আন্দোলনেও নামে তারা। পরিস্থিতি সামাল দিতে এবার দুই ছাত্র নেতাকে গৃহবন্দি করে রাখার অভিযোগ উঠল। শনিবার রাত থেকে বামপন্থী ছাত্র সংগঠনের দুই মুখ ফাল্গুনী পান ও সোমনাথ সাউকে প্রশাসন ‘হাউজ অ্যারেস্ট’ করেছে বলে অভিযোগ।

ফাল্গুনী পানের এই হোয়াটস অ্যাপ স্টেটাস ঘিরে চাপানউতোর।

ছাত্র নেতাদের দাবি, বিশ্বভারতী ও পুলিস প্রশাসন হাতে হাত মিলিয়ে পড়ুয়াদের ঘরে আটকে রাখতে চাইছে। উদ্দেশ্য, পড়ুয়াদের মুখ বন্ধ করে রাখা। সংগঠনের তরফে জানানো হয়েছে, ফাল্গুনী বিশ্বভারতী ছাত্রছাত্রী ঐক্যের প্রতিনিধি। তাঁকে গৃহবন্দি করে রাখার পিছনে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে।

একইসঙ্গে তাদের দাবি, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিজেপির ক্যাডারের মতো কাজ করছেন। বিশ্বভারতীর বুকে গেরুয়াকরণের প্রক্রিয়াকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। রবিবার সাড়ে ন’টার মধ্যেও বন্দিমুক্ত হওয়ার কথা ফাল্গুনীদের। যদিও সকাল ১১টা অবধি তাঁদের ‘মুক্তি’র কোনও খবর পাওয়া যায়নি।