দুর্গার ফটো, একতারাতে বরণ করে নেওয়া হল শাহকে, বিতর্ক উস্কে সঙ্গীতভবনেও রাজনৈতিক নেতারা

বিশ্বভারতীর তরফে দেওয়া হয় মা দুর্গার ফটো ফ্রেম, এক তারা, বোলপুরের ঐতিহ্যবাহী স্মারক, রবি ঠাকুরের ফোটোফ্রেম , বিশ্বভারতীর ইতিহাসের উপর বই।

দুর্গার ফটো, একতারাতে বরণ করে নেওয়া হল শাহকে, বিতর্ক উস্কে সঙ্গীতভবনেও রাজনৈতিক নেতারা
বিশ্বভারতীতে অমিত শাহ
Follow Us:
| Updated on: Dec 20, 2020 | 1:36 PM

বীরভূম: অমিত শাহের (Amit Shah) বিশ্বভারতী পরিদর্শন সম্পূর্ণভাবে ‘অরাজনৈতিক’ রাখতে চেয়েছিলেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। তাই শাহ ছাড়া কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের প্রবেশাধিকার থাকবে না বলে জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে দেখা গেল ভিন্ন ছবি। শাহের সঙ্গেই  বিশ্বভারতীতে হুড়মুড়িয়ে ঢুকে পড়লেন রাহুল সিনহা, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়। উপাসনাগৃহ পর্যন্ত চলে যান তাঁরা।

এদিন শাহ সঙ্গীতভবনে শিল্পীদের সঙ্গে কথা বলেন। তখনও সঙ্গে ছিলেন মুকুল-কৈলাশরা। শাহকে বরণ করে নেওয়া হয়। বিশ্বভারতীর তরফে দেওয়া হয় মা দুর্গার ফটো ফ্রেম, এক তারা, বোলপুরের ঐতিহ্যবাহী স্মারক, রবি ঠাকুরের ফোটোফ্রেম , বিশ্বভারতীর ইতিহাসের বই।

তবে এবার বিশ্বভারতীতে রাজনৈতিক নেতাদের প্রবেশাধিকারে ‘নিষেধাজ্ঞা’র  পিছনে কাজ করেছিল ২০১৮ সালে সমাবর্তন অনুষ্ঠানে ‘আচার্য বনাম প্রধানমন্ত্রী’র ভূমিকা। সেবার যা যা বিতর্ক উঠেছিল, তা এবার মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন বিশ্বভারতী কর্তৃপক্ষ।

রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, সেবার বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠান ছিল বহুচর্চিত। সেদিন নরেন্দ্র মোদীর ‘লক্ষ্য আর উপলক্ষ’ নিয়ে তৈরি হয়েছিল একাধিক মত। আচার্য নরেন্দ্র মোদীর সঙ্গে ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মোদী সেদিন মঞ্চে দাঁড়িয়ে রবিঠাকুরের শান্তিনিকেতন নিয়ে কথা বলেছিলেন, তবে তাঁর বক্তৃতার সিংহভাগেই ছিল অনান্য প্রসঙ্গ। যার সঙ্গে শান্তিনিকেতনের যোগ নেই। সেদিন সমাবর্তন স্থলে উঠেছিল ‘মোদী মোদী’ ধ্বনি, ‘জয় শ্রী রাম’ নিনাদ, বাদ যায়নি সিটি বাজানোও।

আরও পড়ুন: ২৫ দিনে পড়ল অন্নদাতাদের আন্দোলন, আজ ‘শহিদ’ স্মরণ কৃষকদের

প্রশ্ন উঠেছিল, আচার্য নন, একজন বিজেপি নেতা হিসাবেই কি মঞ্চে দাঁড়িয়েছিলেন নরেন্দ্র মোদী? কারণ যখন জয় শ্রী রাম কিংবা মোদী মোদী ধ্বনি ওঠে, তাঁকে তখন হাত নাড়িয়ে স্লোগানকারীদের প্রত্যুত্তরও দিতে দেখা যায়। এমনকি সেদিন সভামঞ্চের বাঁদিকে আলো করে বসে থাকতে দেখা যায় একঝাঁক বিজেপি নেতাকেও। বিতর্কে উত্তাল হয়ে ওঠে শান্তিনিকেতন প্রাঙ্গন। বিশ্বভারতীর গণ্ডি পেরিয়ে তা ছড়িয়ে পড়ে গোটা বাংলায়। এবার এহেন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু এবারও অমিত শাহর সঙ্গেই বিশ্বভারতীতে ঢুকে পড়লেন রাজনৈতিক নেতারা। যদিও এখনও পর্যন্ত কোনও বিতর্কিত বিষয় ঘটেনি।