Birbhum: ‘FCI গোডাউন থেকে মাল হাপিশ করেন’! চাল চুরির অভিযোগে বিদ্ধ বিজেপি নেতা
FCI Godown: সিউড়ির এফসিআই গোডাউনের পিছনের দিকেই ওই বিজেপি নেতার দোকান রয়েছে। সেই বিষয়টি তুলে ধরেই বিজেপি নেতার বিরুদ্ধে সুর চড়াচ্ছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। তাঁদের বক্তব্য, "পাশেই এফসিআই গোডাউন। এখান থেকে প্রচুর মাল চুরি করছে চালক-খালাসিরা। সেই মাল উনি দীর্ঘদিন ধরে হাপিশ করছেন।"
সিউড়ি: ফের সরকারি চাল চুরির অভিযোগ বাংলায়। এবার বিজেপি নেতার বিরুদ্ধে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়িতে। সেখানে কড়িধ্যা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা বিজেপি নেতা সঞ্জীব বাগদির বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুললেন এলাকার তৃণমূল সমর্থকরা। উপপ্রধানের দোকান থেকে বিক্রির উদ্দেশ্যে প্রায় ১০ বস্তা চাল-সহ একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই গাড়ি আটকে দেন তৃণমূল সমর্থকরা। তাঁদের অভিযোগ, ওই চাল আসলে এফসিআই গোডাউন থেকে ‘চুরি’ করা চাল।
জানা যাচ্ছে, সিউড়ির এফসিআই গোডাউনের পিছনের দিকেই ওই বিজেপি নেতার দোকান রয়েছে। সেই বিষয়টি তুলে ধরেই বিজেপি নেতার বিরুদ্ধে সুর চড়াচ্ছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। তাঁদের বক্তব্য, “পাশেই এফসিআই গোডাউন। এখান থেকে প্রচুর মাল চুরি করছে চালক-খালাসিরা। সেই মাল উনি দীর্ঘদিন ধরে হাপিশ করছেন। তারপর এই মাল তিনি এখানে বিক্রি করেন না, সাঁইথিয়ায় বিক্রি করেন। উনি এসব ব্যবসাই করেন। চোরাই মালের ব্যবসাই করেন।”
এলাকাবাসীরাও বিষয়টি নিয়ে মুখ খুলছেন। এফসিআই গোডাউনের বিষয়টি নিয়ে কিছু না বলতে চাইলেও, গ্রামবাসীদের কেউ কেউ জানাচ্ছেন, তাঁরা রেশনের চাল-আটা অনেক সময় ওই বিজেপি নেতার দোকানে নিয়ে গিয়ে বিক্রি করে দেন।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয়েছিল ওই বিজেপি নেতার সঙ্গেও। সঞ্জীব বাগদী নামে ওই উপপ্রধানের বক্তব্য, তিনি এফসিআই-এর থেকে সামগ্রী নেন না। তবে এও বলছেন, “অনেকে ২-৫ কিলো করে চাল দিয়ে যায় দোকানে। সেগুলি অনেকটা জমে গিয়েছিল। তাই একটি গাড়ি ভাড়া করে বিক্রি করতে নিয়ে যাচ্ছিলাম। তখন স্থানীয় কিছু তৃণমূলের লোক দাদাগিরি করে আমাকে আটকে দিল। ওরা বলছে এফসিআই-এর চাল। কিন্তু তা নয়।”