Birbhum News: ‘জ্বলে পুড়ে ছাই হল সবটা’, মাথায় হাত CPM নেত্রীর
Birbhum news: জানা গিয়েছে, সিপিএম-এর গ্রাম পঞ্চায়েত সদস্যা রেজিনা খাতুন। তাঁরই জমিতে থাকা ধানের গাদায় আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। রেজিনার দাবি, তাঁদের চাষের জমি রয়েছে বীরভূম সীমানা লাগোয়া মুর্শিদাবাদ জেলার সাগরদীঘি থানা এলাকায়।
নলহাটি: দাউদাউ করে জ্বলছে গোটা খড়ের গাদা। ধোঁয়া উঠছে সেখান থেকে। কালো ধোঁয়ায় কার্যত ঢেকে যাচ্ছে গোটা আকাশ। কী করে সেই আগুন নেভাবেন তা ভাবতে ভাবতে হিমশিম খেতে হচ্ছে পরিবারের সদস্যদের। তবে তাঁদের অনুমান দুষ্কৃতীরাই এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। ঘটনাস্থল নলহাটি ২ নম্বর ব্লকের বারা ২ গ্রাম পঞ্চায়েতের।
জানা গিয়েছে, সিপিএম-এর গ্রাম পঞ্চায়েত সদস্যা রেজিনা খাতুন। তাঁরই জমিতে থাকা ধানের গাদায় আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। রেজিনার দাবি, তাঁদের চাষের জমি রয়েছে বীরভূম সীমানা লাগোয়া মুর্শিদাবাদ জেলার সাগরদীঘি থানা এলাকায়। সেই জমির ধান কেটে চারটি গাদা করে রাখা ছিল। রাতের অন্ধকারে কেউ বা কারা সেই খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয়। তবে এর পিছনেও রাজনৈতিক প্রতিহিংসা দেখছেন সিপিএম পঞ্চায়েত সদস্যা। তিনি এই কর্মকান্ডের পিছনে তৃণমূলকেই দুষেছেন। অপরদিকে, নিজেদের উপর ওঠা সমস্ত দায় অস্বীকার করে সিপিএম গোষ্ঠীদ্বন্দ্বের কথা তুলে ধরেছেন।
সিপিএম জেলা কমিটির সদস্য খায়রুল বাসার বলেন, “আজ ভোরবেলা শুনতে পাই আগুন লাগিয়েছে। এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। হাজার হাজার খড়ের গাদা রয়েছে। বেছে বেছে ওরটায় কেন করা হল?” তৃণমূল নেতা বরুণ ভট্টাচার্য বলেছেন, “ওদের মস্তিষ্ক বিকৃত হয়েছেন। ওরা ৩৪ বছর হিংসা দিয়ে রাজনীতি করেছে। তৃণমূলের এই সন ভাবার সময় নয়। “