NIA: পাথর ক্যাশার থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার, কেষ্টগড়ে NIA-এর জালে তৃণমূল নেতা
NIA: বৃহস্পতিবার রাতে সূত্র মারফত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নলহাটি থানার বিশাল বাহিনী। পুলিশ সেখানে অভিযান চালিয়ে চন্দননগর গ্রামের একটি বাড়িতে বিপুল পরিমাণে বিষ্ফোরক মজুত থাকার বিষয়টি নিশ্চিত করে।
নলহাটি: নলাটির চন্দননগর গ্রামে পাথর ক্যাশার থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করল পুলিশ। মজুত বিষ্ফোরকগুলির মধ্যে রয়েছে জিলেটিন স্টিক, ডিটোনেটর, ও অ্যামোনিয়াম নাইট্রেট। ঘটনাটি বীরভূমের নলহাটি থানার বাহাদুরপুর পাথর শিল্পাঞ্চলের চন্দননগর গ্রামে। এনআইএ-র জালে তৃণমূলের পঞ্চায়েত সদস্য।
বৃহস্পতিবার রাতে সূত্র মারফত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নলহাটি থানার বিশাল বাহিনী। পুলিশ সেখানে অভিযান চালিয়ে চন্দননগর গ্রামের একটি বাড়িতে বিপুল পরিমাণে বিষ্ফোরক মজুত থাকার বিষয়টি নিশ্চিত করে। বাড়িটির চারিদিকে মোতায়েন রয়েছে বাহিনী।
পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ও বম্ব স্কোয়ার্ডের লোকজন ঘটনাস্থলে গিয়ে মজুত বিস্ফোরক বাজেয়াপ্ত করে। গত ১০ জুন এই এলাকা থেকে বিস্ফোরক মজুত রাখার অভিযোগে মনোজ ঘোষ নামে এক তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের সদস্যকে গ্রেফতার করে এনআইএ। তার পরেও ওই এলাকায় বিপুল পরিমাণে বিস্ফোরক মজুত থাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
প্রসঙ্গত, কিছুদিন আগেই বোলপুরে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়ি থেকে প্রায় ৯০৫ লিটার বেআইনিভাবে রাখা অ্যালকোহল উদ্ধার করে আবগারি দফতর ও ড্রাগস কন্ট্রোল ব্যুরো। আলমারিতে বিপুল পরিমাণে মজুত করা ছিল অ্যারোমেটিক কার্ডামম টিনচার। ৮০ শতাংশ অ্যালকোহলযুক্ত এই ওষুধ মূলত ঝাড়খণ্ড থেকে আসত। এদিকে আবার বিস্ফোরক উদ্ধারের ঘটনায় তৃণমূলের নাম জড়ানোয় অস্বস্তিতে শাসকদল। তৃণমূল নেতা মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য, “ওদের কাছে খবর ছিল। তল্লাশি চালিয়েছিল, ধরা পড়েছে। কিছু বেআইনি দেখলেই ধরা পড়বে। এটাই স্বাভাবিক।”