Bikash Ranjan Bhattacharya: সব দুর্নীতির নায়িকা মুখ্যমন্ত্রী: বিকাশ

Bikash attacks Mamata: বিকাশ বলেন, "আমি প্রথম দিন থেকে বলে আসছি, এত বড় দুর্নীতি রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশ্রয় ছাড়া হতে পারে না। আমার ব্যাখ্যা মতে, আসল অপরাধী হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।"

Bikash Ranjan Bhattacharya: সব দুর্নীতির নায়িকা মুখ্যমন্ত্রী: বিকাশ
বিকাশ রঞ্জন ভট্টাচার্য
Follow Us:
| Edited By: | Updated on: Nov 04, 2022 | 6:55 PM

বীরভূম: রাজ্যে নিয়োগ দুর্নীতির অভিযোগে শুরু থেকেই চাঁছাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে গিয়েছেন আইনজীবী তথা সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। শুক্রবার বীরভূমের পাড়ুইয়ে বামেদের এক দলীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন সেই বিকাশরঞ্জন। সেখান থেকেই তৃণমূল ও বিজেপিকে একযোগে আক্রমণ শানালেন তিনি। গুজরাটে সেতু বিপর্যয় নিয়ে আক্রমণ শানানোর পাশাপাশি নিয়োগ দুর্নীতির ইস্যুতেও সরব হন কলকাতার এই প্রাক্তন মহানাগরিক। দলীয় পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আসল অপরাধীদের এখনও খুঁজে বের করা হয়নি। আসল অপরাধীদের খুঁজে বের করতে হবে। আমি প্রথম দিন থেকে বলে আসছি, এত বড় দুর্নীতি রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশ্রয় ছাড়া হতে পারে না। আমার ব্যাখ্যা মতে, আসল অপরাধী হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।”

রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগের সুর চড়িয়ে তিনি বলেন, “মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী বেআইনি নিয়োগ হয়েছে। এত টাকা আদায় করেছেন পার্থবাবু কিংবা মানিকবাবু। এটা কি শুধু মানিকবাবু কিংবা পার্থই সিদ্ধান্ত নিয়েছেন? হতে পারে না… এত বড় এক দুর্নীতি! এই সব দুর্নীতির নায়িকা হচ্ছেন মুখ্যমন্ত্রী।” বিকাশ রঞ্জন ভট্টাচার্যর আরও সংযোজন, “অনুব্রত, পার্থ কিংবা মানিকবাবু… এরা হল সব দাবার বোড়ে। আসল লোককে খুঁজে বের করতে হবে এবং সেই তদন্ত যাতে প্রভাবিত না হয়, তা দেখতে হবে। কারণ, আসল অপরাধীরা এখনও চেষ্টা করে যাচ্ছে তদন্তকে প্রভাবিত করার জন্য। আমরা দেখেছি কীভাবে সারদা ও নারদ তদন্তকে মাঝপথে থামিয়ে দেওয়া হয়েছে। সেটি রাজনৈতিক প্রভাবে হয়েছে। সে কথা মাথায় রেখে, সকলেরই মনে আশঙ্কা… সকলেরই মনে প্রশ্ন আসবে, আসল অপরাধী কে?”

প্রসঙ্গত, এর আগেও একাধিকবার রাজ্যের নিয়োগ দুর্নীতির ইস্যুতে সরব হয়েছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। একাধিকবার রাজ্যের আন্দোলনরত চাকরিপ্রার্থীদের হয়ে সওয়াল করতে দেখা গিয়েছে তাঁকে। এমন অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রকাশ্য সভা থেকে বেশ কয়েকবার বিকাশবাবুকে আক্রমণ শানিয়েছেন। সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বাঁকা আক্রমণ করে বলেছিলেন, বিকাশবাবুর মামলাগুলির জন্যই রাজ্যে নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। অতীতে বাম আমলে মেয়র থাকাকালীন বিকাশবাবু জন্ম সংশাপত্র সংক্রান্ত দুর্নীতিতে যুক্ত ছিলেন বলেও দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বীরভূমের পাড়ুইয়ে গিয়ে রাজ্যে নিয়োগ দুর্নীতির অভিযোগে ফের একবার শাসক দলকে বাক্যবাণে বিঁধলেন তিনি।