Birbhum: স্কুলের ভিতরই পড়ুয়াকে ছোবল দিল সাপ
Birbhum: বীরভূমের রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন। জখম পড়ুয়ার নাম দেব কুমার মাল। তার বাড়ি রামপুরহাটের ১৬ নম্বর ওয়ার্ডেক চাকলামাঠ এলাকায়।
বীরভূম: শিশুদের মিড-ডে মিলের খাবারে সাপ-ব্যাঙ-টিকটিকি-পোকা পাওয়ার বিষয় নতুন নয়। বারংবার এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ছোট-ছোট শিশুদের খাবারের মান নিম্নমানের! এই নিয়ে গুচ্ছে-গুচ্ছ অভিযোগ উঠেছে আগেই। এবার তো প্রশ্নের মুখে পড়ুয়াদের সুরক্ষা। স্কুলের ভিতর কি আদৌ সুরক্ষিত তারা? সেই প্রশ্ন যেন উস্কে দিল বীরভূমের এই ঘটনায়। সেখানে সরকারি স্কুলের মধ্যে সাপে ছোবল মারল অষ্টম শ্রেণির এক পড়ুয়াকে। খবর জানাজানি হতেই দ্রুত তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রামপুরহাট গর্ভমেন্ট মেডিক্যাল কলেজে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন সে।
বীরভূমের রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন। জখম পড়ুয়ার নাম দেব কুমার মাল। তার বাড়ি রামপুরহাটের ১৬ নম্বর ওয়ার্ডেক চাকলামাঠ এলাকায়। স্কুল তরফে জানা গিয়েছে, এ দিন ওই পড়ুয়া পানীয় জল ভরার জন্য স্কুলের ভিতরে অবস্থিত কলের কাছে যায়। সেই সময় তাকে একটি সাপ ছোবল দেয়।
বিষয়টি স্কুল কতৃপক্ষকে জানালে ওই পড়ুয়াকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে স্কুলের পড়ুয়াদের মধ্যে। প্রধান শিক্ষক কৌস্তভ দে বলেন, “একটি বাচ্চা ছেলে ক্লাস এইটে পড়ে। জল খেতে গিয়েছিল। শুনেছি সেই সময় ওকে সাপে ছোবল দেয়। ওই ছাত্রটিই বলছে। সঙ্গে সঙ্গে ওকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা ওর বাড়িক লোককে খবর দিয়েছি। আমি নিজেও গিয়েছি। ছাত্রটি এখন সুস্থ রয়েছে।” তিনি জানিয়েছেন যে বন দফতরকে এই বিষয়ে খবর দেওয়া হয়েছে। পাশাপাশি এসডিও অফিসে যাবেন বলেও জানিয়েছেন তিনি।
ওই পড়ুয়ার বাবা বলেন, “ও খাবার জল ভরার জন্য গিয়েছিল। তখন ওকে সাপে ছোবল দেয়। তিনি আরও অভিযোগ জানিয়ে বলেন, “স্কুল যদি পরিষ্কার থাকত এই ঘটনা হয়ত ঘটত। আজকে ওর কিছু হয়নি তবে বিপদ তো ঘটতে পারত।”