Bagtui: আবারও সেই বগটুই, পরপর দু’দিন তৃণমূল সমর্থকের বাড়ি জ্বলল দাউ দাউ করে

Bagtui: শনিবার সন্ধ্যায় এই মুর্শেদা বিবির বাড়ির জানালা দিয়েই দলীয় পতাকায় আগুন ধরিয়ে বিছানায় ছুড়ে ফেলেছিল দুষ্কৃতীরা। সেদিন বিছানা-সহ বহু জিনিসপত্র পুড়ে গিয়েছিল। পরপর দু'দিন এই ধরনের ঘটনায় আতঙ্কে ভুগছেন মুর্শেদা বিবি ও তাঁর পরিবারের সদস্যরা।

Bagtui:  আবারও সেই বগটুই, পরপর দু'দিন তৃণমূল সমর্থকের বাড়ি জ্বলল দাউ দাউ করে
বগটুইয়ে তৃণমূল সমর্থকের বাড়িতে আগুনImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 25, 2023 | 10:47 AM

রামপুরহাট: শনিবারের পর মঙ্গলবার। ঘটনাস্থল সেই বগটুই। আবারও সেই তৃণমূল কংগ্রেস সমর্থকের বাড়িতে আগুন ধরিয়ে সর্বস্ব পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল। ভোররাতে বগটুই গ্রামের তৃণমূল সমর্থক মুর্শেদা বিবির বাড়িতে ঢুকে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। পুড়ে খাক হয়ে যায় আসবাবপত্র-সহ বিভিন্ন সামগ্রী। গত শনিবার সন্ধ্যায় এই মুর্শেদা বিবির বাড়ির জানালা দিয়েই দলীয় পতাকায় আগুন ধরিয়ে বিছানায় ছুড়ে ফেলেছিল দুষ্কৃতীরা। সেদিন বিছানা-সহ বহু জিনিসপত্র পুড়ে গিয়েছিল। পরপর দু’দিন এই ধরনের ঘটনায় আতঙ্কে ভুগছেন মুর্শেদা বিবি ও তাঁর পরিবারের সদস্যরা। দুটি ঘটনার নেপথ্যে একই লোক জড়িত বলে অভিযোগ তৃণমূল সমর্থকের। তবে নির্দিষ্ট করে কারোর নাম বলতে পারেননি তিনি। রামপুরহাট থানায় গোটা বিষয়টি জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।

মুর্শেদা বিবির বক্তব্য, “রাত তখন তিনটে কুড়ি বাজে। আচমকাই আমি বাচ্চার কান্নার শব্দ শুনতে পেয়ে উঠি। দেখি বাড়ির ওপর থেকে ধোঁয়া বেরোচ্ছে। লেপ, কাঁথা, কম্বল-চাঁটাই যা ছিল সব পুড়ে গিয়েছে। এর আগে শনিবার রাত আটটা নাগাদ আগুন লাগিয়েছিল।” তাঁর বক্তব্য, গ্রামে সেরকম কোনও অশান্তি নেই। কারা আগুন লাগাচ্ছে, সেটাই বুঝতে পারছেন না তিনি।

ভেঙে পড়েছেন মুর্শেদা বিবির বাড়ির এক বৃদ্ধা সদস্যও। তিনি বলেন, “আগুন দাউ দাউ করে জ্বলছিল। আমরা রাস্তায় বেরিয়ে এসেছিলাম। পুলিশ এসেও দেখেছে আগুন জ্বলছে। রাতে এখন ঘুমোতেই ভয় লাগে।”

এই বগটুই গ্রামেই গত বছর ভয়ঙ্কর ঘটনা ঘটে। সেই স্মৃতি এখনও দগদগে গ্রামের প্রত্যেকটি মানুষের মনে। এইভাবে এক তৃণমূল সমর্থকের বাড়িতে দুবার আগুন লাগানোর বিষয়টি নিয়ে উদ্বিগ্ন প্রশাসনও। তদন্ত চালাচ্ছে পুলিশ। তবে মুর্শেদা বিবির তরফ থেকে সেভাবে কোনও ‘ক্লু’ না পাওয়ায় তদন্তে কিছু বেগ পাচ্ছে পুলিশ।