Birbhum: ভোর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ, ডাকাতির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতার ছেলে

Birbhum: ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি তৃণমূল কংগ্রেসের সদস্যের। তাঁর দাবি ছেলে বাড়িতে ঘুমিয়ে ছিল। একটি চুরির ঘটনায় ছেলে যুক্ত এই অভিযোগে পুলিশ তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়।

Birbhum: ভোর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ, ডাকাতির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতার ছেলে
ডাকাতির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতার ছেলে Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 24, 2023 | 3:35 PM

বীরভূম: ডাকাতির অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল কংগ্রেসের নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের সদস্যের ছেলে। ঘটনাটি বীরভূমের তারাপীঠ থানার সন্ধ্যাজোল গ্রামে। ধৃতের নাম আসমত আলি ওরফে ভিক্টর। ধৃতের বাবা গাফ্ফার সেখ রামপুরহাট দু নম্বর ব্লকের বুধিগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সদস্য। সোমবার ভোররাতে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে বীরভূমের মল্লারপুর থানার পুলিশ। এদিকে ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি তৃণমূল কংগ্রেসের সদস্যের। তাঁর দাবি ছেলে বাড়িতে ঘুমিয়ে ছিল। একটি চুরির ঘটনায় ছেলে যুক্ত এই অভিযোগে পুলিশ তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়।

তৃণমূল নেতার আরও বক্তব্য, ছেলেকে আগ্নেয়াস্ত্র ও বোমা রাখা-সহ ডাকাতির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের সদস্যের ক্ষোভ, এলাকার বিধায়ক সহ তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতাদের কাছে গিয়েও কোন লাভ হয়নি। তাঁর ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি।

তৃণমূল নেতা শেখ গফ্ফর বলেন,  “আমাদের এক নেতার মৃত্যুর খবর আসে বাড়িতে। তাঁর বাড়িতে যাব বলে আমরা তৈরি হচ্ছিল। তখনই সকালে পুলিশ আসে। পুলিশ আমার ছেলের নামে খোঁজ করছিল। পুলিশ বলল আমার ছেলে আসামী। চুরি করেছে। আমার ছেলেকে নিয়ে চলে গেল পুলিশ। আমার ছেলের সঙ্গে থানায় দেখা করি। আমার ছেলে বলছে, আমি চুরি করিনি বাবা। আমাকে প্রচুর মেরেছে পুলিশ। আমার ছেলেকে তুলে নিয়ে গিয়ে হাতে বোমা পিস্তল দিয়ে কেস দিল।”

তিনি আরও বলেন, “আমি তিন বারের নির্বাচনের মেম্বার। আমাকে চক্রান্ত করে ফাঁসানো হল। আমি নেতাদের দরজায় দরজায় গেলাম, মল্লারপুরের এমএলএ-এর কাছে গেছিলাম। কোনও সাড়া পেলাম না। আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। আজ কোথাও স্থান পেলাম না।”

এক গ্রামবাসী হাসিয়াত রহমান বলেন, “ছেলেটাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। ছেলেটা ভাল ছেলে। কোনও সাথে পাচে থাকে না। ও নাবালক। পঞ্চায়েত সদস্যের ছেলে বলেই হয়তো ফাঁসানো হচ্ছে।”

বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহা বলেন, “বম্ব বন্দুক নিয়ে তৃণমূল তো পঞ্চায়েত দখল করছে। ভয় দেখিয়ে করেছে। এবার মেম্বার চুরি করে করছে। বোমা, বন্দুক মজুত করছিল। এবার এটা সামনে এসে গিয়েছে।”