Birbhum News: নকল কয়েন ধরতে গিয়েই বিপদে পুলিশ, ছোড়া হল একের পর এক বোমা
Birbhum News: সূত্রের খবর,বীরভূমে লাভপুর থানার পুলিশ বুধবার নকল সোনার কয়েনের তল্লাশিতে গিয়েছিল হাতিয়া গ্রামে। অভিযোগ, ঠিক সময় পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে কয়েকজন দুষ্কৃতী। যার জেরে এক পুলিশ কর্মী আহত হন বলে খবর।
বীরভূম: লোকসভা ভোটের আগে বেশ কয়েক মাস ধরে বোমা উদ্ধারের ঘটনা ক্রমশ ঘটেই চলেছে। বীরভূমের বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধার হয়। আর তারপর বম্ব-স্কোয়াড সেই বোমাগুলিকে নিষ্কৃয় করে। এই সব ঘটনার মধ্যেই এবার পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় এক পুলিশ কর্মী আহত হয়েছেন বলে খবর।
সূত্রের খবর,বীরভূমে লাভপুর থানার পুলিশ বুধবার নকল সোনার কয়েনের তল্লাশিতে গিয়েছিল হাতিয়া গ্রামে। তাদের কাছে এও খবর ছিল যে, ওই এলাকায় আগ্নেয়াস্ত্র এবং বোমা জাতীয় সামগ্রী তৈরি হচ্ছিল। অভিযোগ, ঠিক সময় পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে কয়েকজন দুষ্কৃতী। যার জেরে এক পুলিশ কর্মী আহত হন বলে খবর। দ্রুত তাঁকে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে আনা হয় চিকিৎসার জন্য। ইতিমধ্যেই নকল সোনার কয়েন রাখার জন্য দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আজ বোলপুর আদালতে তোলা হচ্ছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে লাগাতার বোমা উদ্ধার হচ্ছিল বীরভূমে। ২৪ ফেব্রুয়ারি বীরভূমের পারুই থানার অন্তর্গত মহুলা ও যাদবপুর গ্রামের একটি খালে। এরপর গতকাল (২৫ ফেব্রুয়ারি) লাভপুর থানার অন্তর্গত গোপালপুর গ্রামের কাছে একটি জমির মধ্যে ড্রামে ভর্তি করা বোমা খুঁজে পায় পুলিশ। প্রায় কুড়িটি বোমা রাখা ছিল সেখানে। এরপর আজ আবার ৩০টি তাজা বোমা। আর দুবরাজপুরে প্রথমে গ্রামবাসীরা দেখতে পায় সকেট বোমাগুলি। পরে খবর দেয় পুলিশকে। পুলিশ সেখানে গিয়ে বোমাগুলিকে উদ্ধার করে। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। এমনকী গত ২৭ ফেব্রুয়ারি আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করে পুলিশ। এই পরিস্থিতিতে তদন্ত করতে গিয়ে হামলার শিকার খোদ আধিকারিকরা।