Kajal Seikh: কাজল শেখ এক্কেবারে ‘কেষ্টদা’, ‘খেলা হবে’র পর এবার বীরভূমকে বিরোধী শূন্য করার ডাক

Birbhum: এদিন কাজল শেখ বলেন, "আমাদের কাজ আমরা করে যাব। যখনই ডাকবেন যাব। কিন্তু বীরভূম জেলার বুকে জোড়া ফুল ছাড়া অন্য কিছু থাকবে না। বীরভূম জেলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কেউ থাকবে না। বীরভূম জেলার আমরা যে টিম সকলে একসঙ্গে পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে চব্বিশের নির্বাচনে দেখিয়ে দেবো দু'টো আসনে কম করে ২ লক্ষের বেশি ভোটে জিতে।"

Kajal Seikh: কাজল শেখ এক্কেবারে 'কেষ্টদা', 'খেলা হবে'র পর এবার বীরভূমকে বিরোধী শূন্য করার ডাক
কাজল শেখ মঞ্চে। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 03, 2023 | 5:23 PM

বীরভূম: এর আগেও কাজল শেখকে অনুব্রত মণ্ডলের সুরে সুর মেলাতে শোনা গিয়েছিল। আরও একবার ‘কেষ্টদা’রই সুর কাজলের গলায়। এর আগে বীরভূমকে বিরোধী শূন্য করার ডাক দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। এবার সেই ডাকই কাজল শেখের গলাতেও। বীরভূম জেলার বুকে জোড়া ফুল ছাড়া আর কিছু থাকবে না, বলে বার্তা দিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। কাজল শেখের বক্তব্য, বিরোধীরা কোনও কাজ করেনি। তাই একটা ভোটও যাতে না পায় দেখতে হবে।

এদিন কাজল শেখ বলেন, “আমাদের কাজ আমরা করে যাব। যখনই ডাকবেন যাব। কিন্তু বীরভূম জেলার বুকে জোড়া ফুল ছাড়া অন্য কিছু থাকবে না। বীরভূম জেলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কেউ থাকবে না। বীরভূম জেলার আমরা যে টিম সকলে একসঙ্গে পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে চব্বিশের নির্বাচনে দেখিয়ে দেবো দু’টো আসনে কম করে ২ লক্ষের বেশি ভোটে জিতে।”

কাজল শেখের এই মন্তব্যের সমালোচনা করে বিজেপি বিধায়ক অনুপ সাহা বলেন, “কাজল শেখের জন্মের আগে থেকে বিজেপি সারা দেশে ও বাংলায় কাজ করছে। তাই কাজল শেখের কাছ থেকে শুনব না কোন দল থাকবে, কোন দল থাকবে না। উনি সদ্য জেলার সভাধিপতি হয়েছেন। ওনার দায়িত্বটা বরং বুঝুন ভাল করে। অনুব্রত মণ্ডল তো বীরভূম জেলাকে সন্ত্রাসের জেলা করে তুলেছেন। কাজল শেখ কি তাতে আরেকটু মাত্রা জুড়ে ওনার নামে পরিচিত করতে চাইছেন?”

যদিও কাজলের পাশেই দল। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, কাজল শেখ ঠিক কথাই বলেছেন। প্রাকৃতিক পরিবেশে সব ফুল-ফল থাকবে। রাজনৈতিক পরিবেশে ঘাস ফুল থাকবে। দলের প্রতীককে জেতাতেই তো নেমেছেন। দু’টো লোকসভা আসনে ঘাসের ওপর জোড়াফুলই জিতবে।