Bus Accident: মদে বেসামাল চালক, রামপুরহাটে উল্টে গেল যাত্রী বোঝাই বাস, আহত ৫০

Bus Accident: বাসের যাত্রীদের একাংশের অভিযোগ, মদ্যপ অবস্থায় ছিলেন চালক। মদ খেয়েই ধরেছিলেন স্টিয়ারিং। নিয়ন্ত্রণ ছিল না নিজের উপরেই। ওই অবস্থাতেই বাস চালিয়ে আসছিলেন তিনি। আচমকা রাস্তায় তিনি বেসামাল হয়ে পড়লে নিয়ন্ত্রণ হারায় বাসটিও।

Bus Accident: মদে বেসামাল চালক, রামপুরহাটে উল্টে গেল যাত্রী বোঝাই বাস, আহত ৫০
ঘটনায় ব্যাপক শোরগোল এলাকায় Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 03, 2023 | 6:41 PM

রামপুরহাট: যাত্রীতে ঠাসা ছিল গোটা বাস। রাস্তাতেই ঘটল বড় দুর্ঘটনা। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল রাস্তার পাশে। আহত বাসের প্রায় জন পঞ্চাশেক যাত্রী। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। শুক্রবার বিকালে ঘটনাটি ঘটেছে বীরভূেমর সীমান্ত লাগোয়া  ঝাড়খন্ডের হরিপুর ও পিনারগড়িয়া গ্রামের মাঝে। সূত্রের খবর, যাত্রীবাহী বাসটি ঝাড়খন্ডের আলুদোহা থেকে রামপুরহাটের দিকে আসছিল। রাস্তাতেই দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। এদিকে এ ঘটনার জন্য বাসের চালককেই কাঠগড়ায় তুলেছেন যাত্রীরা। 

বাসের যাত্রীদের একাংশের অভিযোগ, মদ্যপ অবস্থায় ছিলেন চালক। মদ খেয়েই ধরেছিলেন স্টিয়ারিং। নিয়ন্ত্রণ ছিল না নিজের উপরেই। ওই অবস্থাতেই বাস চালিয়ে আসছিলেন তিনি। আচমকা রাস্তায় তিনি বেসামাল হয়ে পড়লে নিয়ন্ত্রণ হারায় বাসটিও। চালকদের কঠোর শাস্তির দাবিও তুলেছেন অনেকে। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। খবর দেওয়া হয়েছে আহত যাত্রীদের বাড়িতে। তবে এখনও পর্যন্ত মৃত্যুর কোনও খবর মেলেনি। 

দুর্ঘটনার পর শুরুতে স্থানীয় বাসিন্দারাই হাত লাগান উদ্ধার কাজে। তাঁরাই দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করে এলাকার নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে ভর্তি করেন। খবর যায় পুলিশে। পুলিশ গোটা ঘটনার তদন্ত করে দেখছে। অন্যদিকে দুর্ঘটনায় যাঁরা গুরুতরভাবে জখম হয়েছেন তাঁদের আবার ইতিমধ্যেই রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে সেখানেই তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।