মাঝ রাতে বিকট শব্দ শুনে বেরিয়ে আসে স্থানীয়রা, বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ!
Birbhum: ভোট পর্ব মেটার পর প্রায় দু'মাস অতিক্রান্ত হতে চলল, একাধিক বার এই জেলায় হিংসার অভিযোগ উঠেছে।
বীরভূম: বোমা বাঁধতে গিয়ে আহত হয়েছেন দু’জন। শনিবার এমনই অভিযোগ উঠল বীরভূমের রামপুরহাটে। অভিযোগ, বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। সেই সময়ই আচমকা বিস্ফোরণ হয়। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগ, শুক্রবার মাঝরাতে রামপুরহাটের কালিকাপুর গ্রাম ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে। বিকট শব্দ শুনে বাড়ির বাইরে বেরিয়ে আসেন এলাকার লোকজন। দেখেন, তাঁদের এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণ হয়েছে। দু’জন জখমও হয়েছেন।
এলাকাবাসী সঙ্গে সঙ্গে রামপুরহাট থানায় খবর দেন। পুলিশ এসে আহতদের উদ্ধার করে নিয়ে যায়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত থেকেই বিস্ফোরণ স্থল ঘিরে রেখেছে পুলিশ। শনিবার দফায় দফায় গিয়েছে তদন্তকারী দল। একজনকে গ্রেফতারও করা হয়েছে। কে বা কারা এই ঘটনায় যুক্ত খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে কী উদ্দেশ্যে এই বোমা বাঁধা হচ্ছিল তাও খতিয়ে দেখছে পুলিশ।
ভোট পর্ব মেটার পর প্রায় দু’মাস অতিক্রান্ত হতে চলল, একাধিক বার এই জেলায় হিংসার অভিযোগ উঠেছে। এরই মধ্যে শুক্রবার রাতে রামপুরহাটে রেহান শেখ নামে এক ব্যক্তির বাড়িতে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। স্থানীয়দের অভিযোগ, বাইরে থেকে লোক এনে বোমা বাঁধা হতে পারে। আরও পড়ুন: হাতে বিস্ফোরক তথ্য, কয়লা-গরুকাণ্ডে এবার বিনয় মিশ্রের মা-বাবাকে তলব সিবিআইয়ের