Anupam Hazra: বিশ্বভারতীর VC-কে তুলোধনা! তৃণমূলের ধরনা মঞ্চের পাশে হঠাৎ হাজির অনুপম

Anupam Hazra: তৃণমূলের ধরনা মঞ্চের কাছেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তি রয়েছে। সেই মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিজেপি নেতা। এরপরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে উপাচার্যের বিরুদ্ধে একেবারে রণংদেহি অনুপম হাজরা।

Anupam Hazra: বিশ্বভারতীর VC-কে তুলোধনা! তৃণমূলের ধরনা মঞ্চের পাশে হঠাৎ হাজির অনুপম
অনুপম হাজরাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 07, 2023 | 5:48 PM

বীরভূম: বিশ্বভারতীর ফলক বিতর্কের মাঝেই এবার তৃণমূলের ধরনা মঞ্চের কাছে দেখা গেল বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরাকে। বিশ্বভারতীয় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ শানালেন। পুরো ঘটনাটি ঘটল তৃণমূলের যে বিশ্বভারতীর ফলক-বিরোধী ধরনা-মঞ্চ চলছে, তার একেবারে কাছেই। তৃণমূলের ওই ধরনা মঞ্চের কাছেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তি রয়েছে। সেই মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিজেপি নেতা। এরপরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে উপাচার্যের বিরুদ্ধে একেবারে রণংদেহি অনুপম হাজরা। বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতীকে ‘কালিমালিপ্ত’ করেছেন বলেও কটাক্ষ করেন তিনি।

বিশ্বভারতীর উপাচার্যকে একের পর এক আক্রমণ শানিয়ে গেলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক। ঠিক কী বললেন তিনি? অনুপম হাজরার বক্তব্য, “এই উপাচার্য হলেন ভণ্ড ভিসি। ইনি চেষ্টা করছেন বিজেপি সাজার। বিজেপি হওয়ার নাটক করেন, যাতে ওনার মেয়াদকাল বাড়ে। উনি বিদ্যুৎ নন, উনি বিশ্বভারতীর বুকে বজ্রবিদ্যুৎ। উনি যখন থেকে এসেছেন শান্তিনিকেতনের পৌষমেলা বন্ধ হয়েছে। শান্তিনিকেতনের মানুষ বিরক্ত। বসন্ত উৎসব বন্ধ করে দেওয়া হয়েছে। উনি নিজেই বহিরাগত। শান্তিনিকেতন সম্পর্কে ওনার কোনও আইডিয়া নেই। বোলপুরের মানুষের সেন্টিমেন্ট উনি বোঝেন না। এই ধরনের মানুষ শান্তিনিকেতনের বুকে ভাইরাসের মতো। যেদিন ওনার মেয়াদ শেষ হবে, সেদিন শান্তিনিকেতন ও বিশ্বভারতী এলাকা গোবরজল দিয়ে শুদ্ধিকরণ করব।”

কিন্তু তৃণমূলের ধরনা-মঞ্চের একেবারে পাশেই বিজেপি নেতার হঠাৎ এই কর্মসূচি কেন? এর নেপথ্যে কি অন্য কোনও বার্তা রয়েছে? প্রশ্ন করায় অনুপমের সাফ বক্তব্য, “রবীন্দ্রনাথ ঠাকুর সবার। রবীন্দ্রনাথ ঠাকুর গোটা বাঙালির আবেগ। রবীন্দ্রনাথ ঠাকুরের সেন্টিমেন্ট গোটা বিশ্বে। এখানে কোনও রাজনীতি চলবে না।”

অনুপমের বক্তব্য, তৃণমূল এখন আন্দোলন করছে। কিন্তু তিনি এক বছর আগে থেকে এই দাবিতে সরব হয়েছেন। তাঁর সোজাসাপ্টা কথা, এই উপাচার্য বিশ্বভারতীর পক্ষে ক্ষতিকারক। বিদ্যুৎ চক্রবর্তী ‘ভন্ড বিজেপি’ সাজার চেষ্টা করছেন বলেও মনে করছেন অনুপম হাজরা।