Cow Smuggling Case: বোলপুরে অনুব্রতর দিদির বাড়িতে CBI, কীসের খোঁজ চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা?
CBI in Bolpur: দুপুর গড়িয়ে বিকেল হতেই গাড়ি নিয়ে অস্থায়ী ক্যাম্প অফিস থেকে বেরিয়ে পড়েন সিবিআই অফিসাররা। বোলপুরের গুরুপল্লি এলাকায় তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দিদি শিবানী ঘোষের বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় গোয়েন্দারা।
বোলপুর: গরুপাচার মামলার তদন্তে আরও সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার ফের একবার বোলপুরে সিবিআই-এর তৎপরতা (CBI in Bolpur)। এদিন সকাল থেকেই অনুব্রত-গড়ে রয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। দুপুর গড়িয়ে বিকেল হতেই গাড়ি নিয়ে অস্থায়ী ক্যাম্প অফিস থেকে বেরিয়ে পড়েন সিবিআই অফিসাররা। বোলপুরের গুরুপল্লি এলাকায় তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দিদি শিবানী ঘোষের বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় গোয়েন্দারা। উল্লেখ্য, বীরভূম জেলার প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান রাজা ঘোষের মা হলেন শিবানী ঘোষ।
গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের পর গত অগাস্ট মাসে ভুবনডাঙ্গা এলাকায় শিব শম্ভু রাইস মিলে তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই। শিব-শম্ভু রাইস মিলের মালিক হলেন শিবানী ঘোষের স্বামী কমলকান্তি ঘোষ। এই কমলকান্তি আবার বিশ্বভারতীর প্রাক্তন কর্মী। বীরভূম জেলা রাইস মিল অ্যাসোসিয়েশনের নথিতে শিব শম্ভু রাইস মিলের মালিক হিসাবে নাম রয়েছে কমলকান্তি ঘোষের। সূত্রের খবর, শুধু শিব শম্ভু রাইস মিল নয়, জমি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যও অনুব্রত মন্ডলের দিদি বাড়িতে এদিন বিকেলে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। দুই আধিকারিকের সঙ্গে ছিলেন এক মহিলা ব্যাঙ্ককর্মীও।
সিবিআই সূত্রে খবর, শিবানী ঘোষ ২০১৭ সালে শান্তিনিকেতন-শ্রীনিকেতন উন্নয়ন পরিষদ এলাকায় ৩০৪ শতক অর্থাৎ ৩ একর জমি দান করেছিলেন অনুব্রত মণ্ডলকে। শিবানী ঘোষ ওই বিপুল পরিমাণ জমি কীভাবে, কোথা থেকে পেয়েছিলেন? টাকার বিনিময়ে ওই জমি কেনা হয়ে থাকলে তা কবে কেনা হয়েছিল, কত টাকার বিনিময়ে কিনেছিলেন শিবানী ঘোষ? সেই সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করে থাকতে পারেন গোয়েন্দারা। প্রায় দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অনুব্রত মণ্ডলের দিদির বাড়ি থেকে বেরিয়ে যায় সিবিআই টিম।
এদিন সকালে বোলপুরে পূর্বপল্লির গেস্ট হাউসে সিবিআই-এর যে অস্থায়ী ক্যাম্পটি রয়েছে, সেখানে পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দাদের একটি দল। সূত্রের খবর, গরুপাচার মামলার জট খুলতেই এদিন বোলপুরে সিবিআই-এর আধিকারিকদের সক্রিয়তা। এদিন দুপুরে গরুপাচার মামলার তদন্তে ফের বোলপুরের এক বেসরকারি ব্যাঙ্কের কর্মীকে ডেকে পাঠানো হয়েছিল সিবিআই-এর তরফে। দুপুর প্রায় ১২ টা ৪০ মিনিট নাগাদ পূর্বপল্লিতে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে ঢোকেন বেসরকারি ব্যাঙ্কের কর্মী। সঙ্গে ছিল বেশকিছু নথিপত্র।
পরবর্তী সময়ে আরও দুইজন ব্যাঙ্ক কর্মীও আসেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ওই অস্থায়ী ক্যাম্পে। উল্লেখ্য, এদিন দুপুরে পূর্বপল্লির অস্থায়ী সিবিআই ক্যাম্পে এসেছিলেন জেলার পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল কেরিম খানও। যদিও কী কারণে তিনি এসেছিলেন সিবিআই অফিসে সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। সংবাদ মাধ্যমের কাছে এই বিষয়ে কোনও মুখ খোলেননি তিনি। প্রায় ১৫-২০ মিনিট সিবিআই অস্থায়ী ক্যাম্পে থাকার পর স্কুটারে চেপে বেরিয়ে যান তিনি। তবে সূত্রের খবর, গরুপাচার মামলা সংক্রান্ত তদন্তের প্রয়োজনেই আজ ডেকে পাঠান হয়েছিল কেরিম খানকে।
প্রসঙ্গত, গরুপাচার মামলার তদন্তে অসহযোগিতার অভিযোগে আগেই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। আপাতত তিনি রয়েছেন আসানসোল সংশোধনাগারে। এরই মধ্যে ভোট পরবর্তী হিংসা মামলাতেও অনুব্রতকে নিজেদের হেফাজতে নিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই। আজ সেই মামলার শুনানি ছিল। যদিও কলকাতা হাইকোর্টের রক্ষাকবচ এখনও বহাল রাখছে শীর্ষ আদালত। আর এরই মধ্যে বোলপুরে সিবিআই-এর এই তৎপরতা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।