Birbhum News : বেপরোয়া কেষ্টভূম, মমতার নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তায় ছুটছে ওভারলোডেড ট্রাক

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Updated on: Jan 31, 2023 | 7:20 PM

Birbhum News : ওভারলোডিংয়ের কথা স্বীকার করেছেন জেলা পরিষদের কর্মধক্ষ্য তথা মুরারই-রাজগ্রমের তৃণমূল নেতা (Trinamool Leader) প্রদীপ ভকত। তবে তাঁর দাবি, সব ট্রাক নয়, কিছু কিছু ট্রাকে ওভারলোডিংয়ের কাজ হয়েছে।

Birbhum News : বেপরোয়া কেষ্টভূম, মমতার নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তায় ছুটছে ওভারলোডেড ট্রাক

বীরভূম : বেপরোয়া কেষ্টভূম! জেলায় মুখ্যমন্ত্রীর সফর চলাকালীনও দেদার ওভারলোডিং চলছে। মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) নির্দেশ বা নবান্নের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে চলেছে ওভারলোডিং (Overloading)। অভিযোগ, পাথর- বালি খাদান বা ট্রাক-ডাম্পারের ব্যবসায় বেশিরভাগ ক্ষেত্রেই যুক্ত কেস্ট ঘনিষ্ট তৃনমূল নেতারা। রামপুরহাট, নলহাটি, মুরারই, রাজগ্রাম অঞ্চলের রাস্তাতে সকাল থেকে রাত্রি ওভারলোড নিয়ে ছুটছে পাথরের গাড়ি। যদিও এ প্রসঙ্গে এক গাড়ির ড্রাইভার বললেন, “পাথরে ধুলো আছে বলে একটু বেশি নিয়েছি। ওভারলোড করা হয়নি।” 

ওভারলোডিংয়ের কথা স্বীকার করেছেন জেলা পরিষদের কর্মাধক্ষ তথা মুরারই-রাজগ্রমের তৃণমূল নেতা প্রদীপ ভকত। তিনি বলেন, “কোনও অভিযোগ এখনও নেই। সব ট্রাক ওভারলোডেড রয়েছে এটা ঠিক নয়। কিছু ট্রাক ওভারলোডেড থাকে এটা ঠিক। তবে সব ট্রাক নয়। ওভারলোডিং করা যাবে না, এটা দিদি নির্দেশ দিয়েছেন। যদি এখনও আমার নজর পরে তাহলে পুলিশকে আমি জানাব। তারপরেও কাজ না হলে জেলাশাসককে জানাব।” এদিন টিভি-৯ বাংলার ক্যামেরাতেই ধরা পড়ল একাধিক ওভারলোডেড ট্রাকের ছবি। সহজ কথায়, মুখে নেতারা যাই বলুন, ওভারলোডিং বন্ধ করা যাচ্ছে না কোনওভাবেই। সম্পূর্ণ বেআইনিভাবে পাথরখাদান থেকে পাথর তোলার সময়েই হচ্ছে এই ওভারলোডিংয়ের কাজ। এদিকে এদিন বোলপুরে মুখ্যমন্ত্রী ছিলেন, সে কারণে সেদিকের রাস্তা দিয়ে এদিন খুব বেশি ওভারলোডেড ট্রাক চলতে দেখা যায়নি। তবে,  রামপুরহাট, নলহাটি, মুরারই, রাজগ্রামের রাস্তায় গেলেই বদলে গেল ছবিটা। দেখা গেল রাস্তার বুক চিরে ছুটছে একাধিক ওভারলোডেড পাথর বোঝাই ট্রাক।      

এই খবরটিও পড়ুন

 এ বিষয়ে প্রশ্ন করা হলে রাজ্যের মন্ত্রী তথা বীরভূমের তৃণমূলের পরিদর্শক ফিরহাদ হাকিম বলেন, “এমনটা হলে ঠিক নয়। খোঁজ নেওয়া হবে।” প্রয়োজনে জেলাশাসক ও জেলা প্রশাসনের অন্যান্য কর্তাদের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla