Visva-Bharati University: নিরাপত্তারক্ষীদের সঙ্গে খণ্ডযুদ্ধ পড়ুয়াদের, ধুন্ধুমার বিশ্বভারতী
Birbhum: গত ২৩ নভেম্বর থেকে বিশ্বভারতীর উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান-বিক্ষোভে বসেছে বিশ্বভারতী ছাত্র-ছাত্রীদের একাংশ।
বীরভূম: আবারও ধুন্ধুমার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva-Bharati University)। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ‘গৃহবন্দি’ অবস্থা থেকে বের করতে গিয়ে পড়ুয়াদের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধল বিশ্বভারতীর (Visva-Bharati University) নিরাপত্তারক্ষীদের মধ্যে।
গত ২৩ নভেম্বর থেকে বিশ্বভারতীর উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান-বিক্ষোভে বসেছে বিশ্বভারতী ছাত্র-ছাত্রীদের একাংশ। তারপর থেকেই টানা ২১ দিন বাড়িতে আটকে ছিলেন বিশ্বভারতীর উপাচার্য। বিশ্বভারতীর সেই অচলাবস্থা এখনও পর্যন্ত বর্তমান। এরপর গতকাল অর্থাৎ সোমবার বিশ্বভারতীর অচলাবস্থা নিয়ে সাংবাদিক বৈঠক করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেখানে চার ছাত্রসহ তিন অধ্যাপকের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করা হয়।
সূত্রের খবর, সোমবার উপাচার্য বিশ্বভারতী কর্তৃপক্ষকে ফরমান জারি করে যেমন করে হোক এই গৃহবন্দি অবস্থা থেকে বের করতে হবে। মঙ্গলবার উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর কথামতো প্রায় শতাধিক নিরাপত্তারক্ষী ও কয়েকজন অধ্যাপক উপাচার্যের বাসভবন থেকে তাঁকে বের করতে যান। ঠিক তখনই অবস্থার অবনতি ঘটে। পড়ুয়াদের সঙ্গে খণ্ড যুদ্ধ বেধে যায়। শুরু হয় হাতাহাতি। অবশেষে কোনও রকমে বিদ্যুৎ চক্রবর্তীকে বাসভবন থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উপাচার্যের কার্যালয়ে।
স্বাভাবিকভাবেই এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বিশ্বভারতীতে। ঘটনার জেরে বিশ্বভারতী চত্বরে মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। প্রায় দু ঘণ্টা পর আবারও উপাচার্যের কার্যালয় থেকে বাসভবনে যাওয়ার সময় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে পড়ুয়াদের ধস্তাধস্তি বাধে।