Septic Tank: বীরভূমে সেপটিক ট্যাঙ্কে নেমে মৃত ৩, কান্নায় ভেঙে পড়ল পরিবার

Birbhum: জানা গিয়ে এদিন দুপুরের পর সনাতন ধীবরের বাড়ির সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নামে নির্মাণ শ্রমিক বীরবল। কিন্তু দীর্ঘক্ষণ তাঁর কোনও সাড়াশব্দ না পেয়ে সনাতন নিজেই নেমে পড়েন সেখানে।

Septic Tank: বীরভূমে সেপটিক ট্যাঙ্কে নেমে মৃত ৩, কান্নায় ভেঙে পড়ল পরিবার
কান্নায় ভেঙে পড়েছেন নমিতা ধীবর। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 22, 2023 | 11:31 PM

বীরভূম: সেপটিক ট্যাঙ্ক (Septic Tank) পরিষ্কার করতে নেমে চার ঘণ্টা ধরে খোঁজ ছিল না তিনজনের। অবশেষে তাঁদের নিথর দেহ উদ্ধার হল। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় খয়রাশোলের হজরতপুরে হইচই শুরু হয়। কান্নায় ভেঙে পড়েছেন বাড়ির লোকেরা। একই এলাকার বাসিন্দা তাঁরা। মৃত তিনজনের নাম বীরবল বাদ্যকর (৪৫), সনাতন ধীবর (৪৮) ও অমৃত বাগদী (৩২)।

জানা গিয়ে এদিন দুপুরের পর সনাতন ধীবরের বাড়ির সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নামেন নির্মাণ শ্রমিক বীরবল। কিন্তু দীর্ঘক্ষণ তাঁর কোনও সাড়াশব্দ না পেয়ে সনাতন নিজেই নেমে পড়েন সেখানে। এরপর তাঁরও আর কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। ততক্ষণে পাড়ায় চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। সনাতনের পরিবারের লোকজন পাড়া প্রতিবেশীকে ডেকে আনেন। ছুটে আসেন সকলে। আসেন অমৃত বাগদী নামে এক যুবকও।

তিনিও বীরবল ও সনাতনকে খুঁজতে সেপটিক ট্যাঙ্কে নামেন। এরপর তাঁরও আর কোনও সাড়াশব্দ মেলেনি। নানাভাবে চেষ্টা করেও কাজ না হওয়ায় খবর দেওয়া হয় খয়রাশোল থানায়। সিউড়ি থেকে আনা হয় দমকলবাহিনী। আনা হয় অক্সিজেন সিলিন্ডারও। একে সরু গলি। তার উপর লোকজনের ভিড়। সেসব সরিয়েই উদ্ধার কাজ শুরু হয়। বড় বিপদের আশঙ্কা করে তিনজনেরই পরিবার কান্নায় ভেঙে পড়েছে। নমিতা ধীবর নামে এক তরুণী বলেন, “বাবা চার ঘণ্টা ধরে নেমেছে। এখনও ওঠেনি। সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে ওরা ডুবে গিয়েছে।” তারপর তাঁদের আশঙ্কাই সত্যি হল। একে-একে উঠে এল ৩ জনের নিথর দেহ।