Anubrata Mondal: ‘জেল থেকে বেরিয়ে আসুক কেষ্টদা’, রাম নামে মজেছে তৃণমূল
Anubrata Mondal: ২২ জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হয়ে গিয়েছে বহু প্রতীক্ষিত রাম মন্দিরের। উদ্বোধনের পর থেকেই রোজই ভক্তদের ঢল নামছে অযোধ্যায়। সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ প্রশাসন। রাম নামে মজেছে গোটা দেশও।

সাঁইথিয়া: এখনও জেলেই দিন কাটছে বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডলের। বারবার জামিনের আবেদন করলেও সাড়া দেয়নি আদালত। কেষ্টর জামিনের জন্য এবার রাম নামেই ভরসা তৃণমূলের। সাঁইথিয়ায় হরিনাম সংকীর্তনের আয়োজন করছে দলের যুব সংগঠনের সদস্যরা। তা নিয়েই এখন জোর চাপানউতোর জেলার রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, ২২ জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হয়ে গিয়েছে বহু প্রতীক্ষিত রাম মন্দিরের। উদ্বোধনের পর থেকেই রোজই ভক্তদের ঢল নামছে অযোধ্যায়। সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ প্রশাসন। রাম নামে মজেছে গোটা দেশও। এরইমধ্যে বীরভূমে তৃণমূলের নয়া কর্মসূচি শোরগোল রাজনীতির পাড়ায়। তবে সুযোগ বুঝে কটাক্ষ করতে ছাড়েনি পদ্ম শিবির। ওদের সাফ কথা, যাই করুক ঘাসফুলের দল, জামিন পাবে না অনুব্রত।
রীতিমতো খোঁচা দিয়ে বিজেপির জেলা সহ-সভাপতি দীপক দাস বলছেন, তৃণমূল শেষ পর্যন্ত রাম নাম করছে এটা ভাল লাগছে। কিন্তু অনুব্রত মণ্ডল জামিন পাবে না। তবে সেসবে বিশেষ পাত্তা দিতে নারাজ ঘাসফুল শিবির। কর্মসূচিতেও কোনও ভুল দেখছেন না তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী।
বিকাশ রায়চৌধুরী বলছেন, অনুব্রত মণ্ডলকে বহু মানুষ ভালবাসেন। তাঁরা চাইছেন তিনি অনুব্রত বেরিয়ে আসুন। সে জন্যই হয়তো কেউ হরিনাম করছেন, কেউ আবার মাজারে যাচ্ছেন। প্রসঙ্গত, গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার পর থেকেই তিহার জেলে দিন কাটছে বীরভূম তৃণমূলের জেলা সভাপতির। তবে পদ এখনও অক্ষুন্ন রয়েছে। বিতর্কের আবহে পদ যাওয়া নিয়ে জল্পনা চললেও তা এখনও যায়নি। তাতেই যেন বাড়তি অক্সিজেন পাচ্ছে কেষ্ট অনুগামীরা। এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের একটা বড় অংশের।





