আমোদপুরে তৃণমূল বিজেপি সংঘর্ষ, চলল বেপরোয়া ভাঙচুর, আহত ৪
ভোট (West Bengal Assembly Election 2021) মিটতেই অশান্তি বীরভূমে (Birbhum)।
বীরভূম: ভোট (West Bengal Assembly Election 2021) মিটতেই অশান্তি বীরভূমে (Birbhum)। আমোদপুরে সাহানি পাড়ায় বিজেপি তৃণমূল সংঘর্ষ। আহত হয়েছেন ৪ তৃণমূল কর্মী। তৃণমূল নেতার গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। তির বিজেপির দিকে। বিজেপির পাল্টা অভিযোগ, তাঁদের বাড়ি ও নির্বাচনী কার্যালয়ে হামলার চালিয়েছে তৃণমূল। ঘটনাস্থলে সাঁইথিয়া থানার ও আমোদপুর ফাঁড়ির পুলিশ।
এদিকে, ভোট পরবর্তী সন্ত্রাস জারি বীরভূমে। ফের বোমা বিস্ফোরণ। বোমা বাঁধতে গিয়ে উড়ে গেল এক ব্যক্তির হাত। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বীরভূমের ইলামবাজারে।
বৃহস্পতিবারই বীরভূমের ইলামবাজার ছোট চক এলাকায় নির্বাচন শেষেই ব্যাপক বোমাবাজি হয়। তৃণমূল বিজেপি সংঘর্ষ হয়। সকালে ওই গ্রামেরই একটি বাড়িতে বিস্ফোরণ হয়। বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে যান স্থানীয়রা। ঘরের মধ্যে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় বসে থাকতে দেখেন। তাঁর একটি হাত উড়ে গিয়েছে।
বোমা বাঁধার সময় বোমা ফেটে আহত হন ওই ব্যাক্তি। গ্রামের পাশেই একটি ফাঁকা যায়গায় বোমা বাঁধার কাজ চলছিল বলে খবর৷ আহত ব্যক্তিকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।