উত্তপ্ত বীরভূম! বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করে মাথা ফাটানোর অভিযোগ

ভোট আবহে (West Bengal Assembly Election 2021) ফের উত্তপ্ত বীরভূম (Birbhum)। বিজেপি (Bengal BJP) কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের (TMC) বিরুদ্ধে।

উত্তপ্ত বীরভূম! বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করে মাথা ফাটানোর অভিযোগ
উত্তপ্ত বীরভূম
Follow Us:
| Updated on: Apr 25, 2021 | 6:50 AM

বীরভূম: ভোট আবহে (West Bengal Assembly Election 2021) ফের উত্তপ্ত বীরভূম (Birbhum)। বিজেপি (Bengal BJP) কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের (TMC) বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত দুই বিজেপি কর্মী।

শনিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে দুবরাজপুরের পদুমা গ্রাম পঞ্চায়েতের বোধগ্রাম। অভিযোগ, তৃণমূল কর্মীরা আচমকাই বেছে বেছে গ্রামের বিজেপি সমর্থক, কর্মীদের বাড়িতে ভাঙচুর চালায়। বাড়িতে লুঠপাটের পাশাপাশি মহিলাদের শাসানো হয় বলেও অভিযোগ।

বিজেপি কর্মীদের ওপর বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে চলে হামলা। অতর্কিত এই হামলায় একাধিক বিজেপি কর্মী আহত হলেও দু’জনের অবস্থা আশঙ্কাজনক। এক জনের মাথায় গুরুতর চোট লেগেছে, অপরজনের হাতে চোট লেগেছে। তাঁদের দু’জনকেই উদ্ধার করে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁদের অবস্থার অবনতি হওয়ায় সিউড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

হামলার খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় এলাকায়। বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে। তাই এলাকায় আতঙ্ক তৈরি করতেই অতর্কিতে হামলা চালাচ্ছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের বক্তব্য, এই ঘটনার সঙ্গে তারা কোনওভাবেই জড়িত নয়। বরং তাদের কর্মীরাই বারবার আক্রান্ত হয় বলে পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূল।

আরও পড়ুন: ভোটের আগে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ, তৃণমূল-সিপিএম সংঘর্ষে রক্তাক্ত ডোমকল

ভোট আবহে বীরভূম স্পর্শকাতর এলাকা। কমিশনও সে ব্যাপারে অতি তৎপর। ইতিমধ্যেই নন্দীগ্রামে ভোটের বিশেষ দায়িত্বে যাওয়া নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে বীরভূমে পাঠাচ্ছে কমিশন। বারবার যুযুধান প্রতিপক্ষের সংঘর্ষে এলাকার মাটি তুপ্ত হয়ে রয়েছে। প্রহর গুনছেন স্থানীয়রাও।