TMC leader New Controversy: ‘ইঁদুরের গর্তে ঢুকিয়ে সিমেন্ট দিয়ে বন্ধ করে দেব’, অনুব্রত গ্রেফতারের পর হুঁশিয়ারি তৃণমূল নেতার

Birbhum: এর আগে শুক্রবার পূর্ব বর্ধমানের আউশগ্রাম-২ ব্লকের তৃণমূল নেতা অরূপ মিদ্যাকে বলতে শোনা গিয়েছিল, "একজন অনুব্রতকে আটকালে লক্ষ লক্ষ অনুব্রত এলাকা কাঁপাবেন।"

TMC leader New Controversy: 'ইঁদুরের গর্তে ঢুকিয়ে সিমেন্ট দিয়ে বন্ধ করে দেব', অনুব্রত গ্রেফতারের পর হুঁশিয়ারি তৃণমূল নেতার
দুবরাজপুর পুরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 13, 2022 | 6:25 PM

বীরভূম: গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর জেলার একাধিক তৃণমূল নেতা বক্তব্যের ঝাঁঝ বাড়াচ্ছেন। তাঁদের বক্তব্যে তৈরি হচ্ছে বিতর্ক। রামপুরহাটের ত্রিদিব ভট্টাচার্য, ইলামবাজারের দুলাল রায়, পূর্ব বর্ধমানের আউশগ্রামের অরূপ মিদ্যার পর এবার সেই তালিকায় যুক্ত হলেন দুবরাজপুরের তৃণমূল নেতা পীযূষ পাণ্ডে। দুবরাজপুর পুরসভার চেয়ারম্যান তিনি। শনিবার এক দলীয় কর্মসূচি থেকে পীযূষ পাণ্ডে বিরোধীদের বার্তা দেন, বেশি বাড়াবাড়ি করলে ইঁদুরের গর্তে ঢুকিয়ে তা সিমেন্ট দিয়ে বন্ধ করে দেবেন।

দুবরাজপুরের তৃণমূল নেতা পীযূষ পাণ্ডে বলেন, “অনুব্রত মণ্ডলের নেতৃত্বে বীরভূম এগিয়ে চলছিল। সেই উন্নয়ন বিজেপির ভাল লাগেনি। তাই তারা আমাদের সকলের প্রিয়, সকলের আবেগ অনুব্রত মণ্ডলকে অন্যায়ভাবে, মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করিয়েছে। এর প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। আমাদের আন্দোলন চলবে। তৃণমূল আন্দোলন থেকে পিছু পা হয় না। পরশুর পর থেকে দেখছি, কিছু বিজেপি ও সিপিএমের কর্মীরা, যাঁরা ভোটের পর ইঁদুরের গর্তে ঢুকে গিয়েছিল, তাঁদের দেখলাম অনেক নাচানাচি করতে। তাঁদের সকলকে আমরা চিহ্নিত করে রেখেছি। কিছুদিন যাক, সকলকে দেখে নেব। ইঁদুরের গর্তে ঢুকিয়ে সিমেন্ট দিয়ে বন্ধ করে দেব। আর কোনওদিনই বেরোতে পারবেন না, সে ব্যবস্থা করব। সে সিপিএমই হোক আর বিজেপিই হোক। উন্নয়নকে যারা স্তব্ধ করতে চাইবে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।”

এর আগে শুক্রবার পূর্ব বর্ধমানের আউশগ্রাম-২ ব্লকের তৃণমূল নেতা অরূপ মিদ্যাকে বলতে শোনা গিয়েছিল, “একজন অনুব্রতকে আটকালে লক্ষ লক্ষ অনুব্রত এলাকা কাঁপাবেন।” অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য বলেছিলেন, “যত অত্যাচার করবেন, যত অনুব্রত মণ্ডলদের গ্রেফতার করবেন, তৃণমূল কংগ্রেস কর্মীরা তত বেশি রাস্তায় নামবে। সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে। কয়েকটা নেংটি ইঁদুরকে দেখছিলাম টিভির সামনে বক্তব্য রাখছে। স্পষ্ট বলে দিচ্ছি, তৃণমূল কংগ্রেস কর্মীরা মরে যায়নি। রাস্তাঘাটে যদি কোনও বিরোধী দলের কেউ অশালীন মন্তব্য, অশালীন কথাবার্তা বলে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা পিটিয়ে মাজা ভেঙে দেবে। মনে রাখবেন তৃণমূল মরে যায়নি। মানুষের নির্বাচনে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে।” অন্যদিকে ইলামবাজারের তৃণমূলের সাধারণ সম্পাদক দুলাল রায়ের হুঁশিয়ারি ছিল, “কেউ যদি গুড় বাতাসা বিলি করেন, তাহলে পিঠে চড়াম চড়াম পড়বে।”