Woman Harassment in Shantiniketan: শান্তিনিকেতনে নাবালিকা গণধর্ষণে অভিযুক্ত ৪ পুলিশের জালে
Woman Harassment in Shantiniketan: জানা গিয়েছে, মেলা থেকে জোর করে তুলে নিয়ে যায় পাঁচ জন। এই ঘটনায় প্রথমেই তিনজনকে চিহ্নিত করেছে পুলিশ।
বীরভূম: শান্তিনিকেতনে নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে ২ জন নাবালক। সোমবার ধৃতদের আদালতে পেশ করা হবে। এই চার অভিযুক্তই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত বলে পুলিশ জানিয়েছে। চড়কের মেলা থেকে তুলে নিয়ে গিয়ে এক আদিবাসী নাবালিকাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। জানা গিয়েছে, মেলা থেকে জোর করে তুলে নিয়ে যায় পাঁচ জন। এই ঘটনায় প্রথমেই তিনজনকে চিহ্নিত করেছে পুলিশ।
এক আদিবাসী নাবালিকা এক নাবালকের সঙ্গে বৃহস্পতিবার রাতে এলাকায় চড়কের মেলায় গিয়েছিল। মেলা দেখে ফেরার সময় এই ঘটনা ঘটে। অভিযোগ, নির্যাতিতার সঙ্গী ওই নাবালককে মারধর করে বেশ কয়েকজন। একটি ফাঁকা জায়গায় তারা যখন গল্প করছিল, তখন আচমকাই আক্রমণ করে ওই দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঁচজন যুবক মিলে ওই নাবালককে মারধর করে নাবালিকাকে তুলে নিয়ে যায়। এরপর নদীর ফাঁকা চর এলাকায় নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এরপরে স্থানীয় লোকজনকে ডেকে আনে নাবালিকার সঙ্গী। খবর পেয়ে নাবালিকাকে উদ্ধার করে এলাকার মানুষ। গত বৃহস্পতিবার রাতের ঘটনা। স্থানীয়রাই তাকে উদ্ধার করেন। শুক্রবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করে শান্তিনিকেতন থানার পুলিশ।
পুলিশ মনে করছে, ধৃতরা প্রত্যেকেই নাবালিকার পূর্ব পরিচিত। তারা একই গ্রামের বাসিন্দা। ধৃতদের প্রত্যেককেই নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতদের কোনও রাজনৈতিক দলের সদস্য কিনা, সেটাও দেখা হচ্ছে।