Birbhum: সিউড়িতে বালি খাদানের দখলদারি ঘিরে খুন যুবক, অভিযুক্ত তৃণমূল নেতা কাজল শাহ

Birbhum: সূত্রের খবর, তৃণমুলের দুই গোষ্ঠীর মধ্যে বালি খাদানের দখল নিয়ে ঝামেলার সূত্রপাত। সেখান থেকেই দুপক্ষের মধ্যে হাতাহাতি হয় বলে খবর।

Birbhum: সিউড়িতে বালি খাদানের দখলদারি ঘিরে খুন যুবক, অভিযুক্ত তৃণমূল নেতা কাজল শাহ
Follow Us:
| Edited By: | Updated on: Nov 06, 2022 | 9:37 AM

সিউড়ি: বালি খাদানের দখলদারি নিয়ে গ্রামের এক যুবককে খুনের অভিযোগ। ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার গ্রামের পুকুরপাড় থেকে। রক্তাক্ত অবস্থায় তাঁকে বীরভূমের (Birbhum) সিউড়ি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। মৃতের নাম ফাইজুল শেখ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে সিউড়ির বাঁশজোড় গ্রামে। খুনের ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা (Trinamool Leader) ঘনিষ্ঠরা। যদিও অভিযোগ অস্বীকার শাসকদলের। গ্রাম্য বিবাদের জেরে এ ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। 

সূত্রের খবর, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বালি খাদানের দখল নিয়ে ঝামেলার সূত্রপাত। সেখান থেকেই দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয় বলে খবর। এলাকায় বোমাবাজিও হয়। বচসা চরমে উঠলে বাঁশজোড়় গ্রামের এক যুবককে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় বলে খবর। তবে স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন থেকেই চলছিল এই বিবাদ। এদিন তা চরমে ওঠে। ইতিমধ্যেই গ্রামে পৌঁঁছেছে পুলিশ। মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের অভিযোগ, খুনের নেপথ্যে রয়েছে কাজল শেখ নামে এক তৃণমূল নেতা। এই কাজল শাহ আবার বীরভূমে জেলাশাসকের বাংলোয় বোমা মারার ঘটনায় অভিযুক্ত।

একইসঙ্গে অনুব্রত মণ্ডলকে আসানসোল আদালতে তোলা হলে সেখানে অনুব্রতর পক্ষে স্লোগান দিতে দেখা গিয়েছে কাজলকে। সেখান থেকেই ওয়াকিবহাল মহলের অনুমান খুনের নেপথ্যে রয়েছে শাসকদলের গোষ্ঠী কোন্দল। এমনকী স্থানীয়রাও সাফ জানাচ্ছেন যে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে তাঁরা প্রত্যেকেই শাসকদলের সঙ্গে যুক্ত।