Body Recover: রেলের অফিসের সামনে ঘণ্টার পর ঘণ্টা পরে আর্ত, ফিরে দেখল না পর্যন্ত কেউ

Purba Burdwan: দীর্ঘক্ষণ অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পরেছিল বলে স্থানীয় সূত্রে খবর। স্থানীয়দের কয়েকজন আরপিএফ, জিআরপি থেকে বর্ধমান থানায় পর্যন্ত যোগাযোগ করেন বলে খবর। কিন্তু রেলের তরফে দীর্ঘ সময় কেটে গেলেও কেউ এগিয়ে আসেননি বলে অভিযোগ। যদিও বর্ধমান পুলিশ খবর পেতেই ছুটে যায়।

Body Recover: রেলের অফিসের সামনে ঘণ্টার পর ঘণ্টা পরে আর্ত, ফিরে দেখল না পর্যন্ত কেউ
পড়ে রয়েছে দেহ। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 26, 2024 | 10:00 AM

পূর্ব বর্ধমান: রেলের অফিসের সামনে পড়ে রয়েছে মৃতদেহ। অভিযোগ, রেলের তরফে কোনও উদ্যোগই নেওয়া হয়নি। আর এভাবেই ঘণ্টার পর ঘণ্টা মৃতদেহ পড়ে রইল রাস্তার ধারে। বর্ধমান রেলস্টেশন লাগোয়া রেল ইঞ্জিনিয়ারিং বিভাগের অফিসের ঠিক সামনে এ ছবি দেখা গিয়েছে বৃহস্পতিবার।

দীর্ঘক্ষণ অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পরেছিল বলে স্থানীয় সূত্রে খবর। স্থানীয়দের কয়েকজন আরপিএফ, জিআরপি থেকে বর্ধমান থানায় পর্যন্ত যোগাযোগ করেন বলে খবর। কিন্তু রেলের তরফে দীর্ঘ সময় কেটে গেলেও কেউ এগিয়ে আসেননি বলে অভিযোগ। যদিও বর্ধমান পুলিশ খবর পেতেই ছুটে যায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েক ঘণ্টা রেলের অফিসের সামনে ওই ব্যক্তির দেহ পড়েছিল। এরপর পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়। রেল স্টেশন থেকে বাইরে যাওয়ার একটি রাস্তায় ধারেই রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগের অফিস। এদিন দুপুর ১টা নাগাদ এক ভবঘুরেকে অফিসের সামনের গেটের সামনে বসে থাকতে দেখা যায়। তার কিছুক্ষণ পরই সেই ব্যক্তি মারা যান। অভিযোগ, বিকাল সাড়ে ৪টে পর্যন্ত রাস্তার ধারে পড়েছিল দেহটি।

এক প্রত্যক্ষদর্শী মহম্মদ ফইয়াজ বলেন, “সকাল থেকে পড়েছিল এখানে। জানি না কী ব্যাপার। মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল। আরপিএফকে খবর দেওয়া হয়।” শেখ মণিরুল নামে আরেক পথচারি বলেন, “আমি আধঘণ্টা ধরে দেহ পড়ে থাকতে দেখেছি। এখানে বাজার কমিটি, রেলের লোক তারাই তো দেখবে। আমরা তো এখানে থাকিও না, চিনিও না কিছু। এগুলো তো স্থানীয়রাই করেন।”