Bus Accident: জাতীয় সড়কের উপর উল্টে গেল বরযাত্রী বোঝাই বাস, গুরুতর জখম ২২

রাস্তার উপর টাওয়ার পড়ে ছিল। সেটা বুঝতে না পেরে চালক বাসটি টাওয়ারের উপর তুলে দেয়। তখনই টাল সামলাতে না পেরে বাসটি রাস্তার উপর সম্পূর্ণ উল্টে যায়।

Bus Accident: জাতীয় সড়কের উপর উল্টে গেল বরযাত্রী বোঝাই বাস, গুরুতর জখম ২২
পাঁশকুড়া জাতীয় সড়কে উল্টে গিয়েছে বাস।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 19, 2023 | 11:01 PM

পাঁশকুড়া: বিয়েবাড়ি যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি। জাতীয় সড়কের উপর উল্টে গেল বরযাত্রী বোঝাই বাস। ঘটনায় বাসের সকলেই কম-বেশি জখম হয়েছেন। কয়েকজনের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানা এলাকার ১৬ নম্বর জাতীয় সড়কের উপর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটি কলকাতা থেকে দাসপুরে যাচ্ছিল। রাত ১০টা নাগাদ পাঁশকুড়া থানার জিঁয়াদা গ্রাম এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের উপর উল্টে যায় বাসটি। ওই বাসে ২২ জন যাত্রী ছিলেন। প্রায় সকলেই জখম হয়েছেন। তার মধ্যে আবার কয়েকজনের আঘাত গুরুতর। তাঁদের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়েই উল্টে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পাঁশকুড়া থানার পুলিশ।

বরযাত্রী বোঝাই বাসটি ঠিক কী ভাবে উল্টে গেল তা এখনও স্পষ্ট নয়। তবে ঘন কুয়াশার জেরে সামনের রাস্তা বুঝতে না পেরেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। দুর্ঘটনাগ্রস্ত বাসটির এক যাত্রী জানান, রাস্তার উপর টাওয়ার পড়ে ছিল। সেটা বুঝতে না পেরে চালক বাসটি টাওয়ারের উপর তুলে দেয়। তখনই টাল সামলাতে না পেরে বাসটি রাস্তার উপর উল্টে যায়। তবে বরাত জোরে সেই সময় জাতীয় সড়কের উপর অন্য কোনও গাড়ি আসেনি। ফলে তাঁরা প্রাণে বেঁচে গিয়েছেন বলে মনে করছেন যাত্রীরা। দুর্ঘটনার সময় বাসটির গতিও অত্যধিক ছিল বলে অভিযোগ উঠেছে।  গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে পাঁশকুড়া থানার পুলিশ জানিয়েছে।

প্রসঙ্গত, পৌষ শেষ হয়ে গেলেও ঠান্ডার রেশ এখনও রাজ্যে রয়েছে। এছাড়া রাত হলেই কুয়াশায় ঢেকে যায় হাইওয়েগুলি। দূরের জিনিস ঠিকমতো দেখা যায় না। যার ফলে ভোরের দিকের ট্রেনও মাঝে-মধ্যে দেরিতে চলছে। এদিন পাঁশকুড়ায় দুর্ঘটনাটিও কুয়াশার জেরেই ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।