গরু পাচার কাণ্ডে সিবিআই চার্জশিটে ৭ নাম, বাদ নেই মূল অভিযুক্তদের স্ত্রীরাও

আজ পর্যন্ত ৬০ দিন জেল হেফাজতে থাকা হয়েছে এনামুলের। ৬০ দিনের মধ্যে চার্জশিট জমা না পড়লে আগামী ১০ ফেব্রুয়ারি এনামুলের জামিনে মুক্ত নিশ্চিত ছিল।

গরু পাচার কাণ্ডে সিবিআই চার্জশিটে ৭ নাম, বাদ নেই মূল অভিযুক্তদের স্ত্রীরাও
গরু পাচারকাণ্ডে অভিযুক্ত এনামুল হক।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 08, 2021 | 6:37 PM

পশ্চিম বর্ধমান: গরু পাচার কাণ্ডে প্রধান অভিযুক্ত এনামুল হক-সহ ৭ ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দাখিল করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক জয়শ্রী বন্দ্যোপাধ্যায়ের কাছে এ দিন চার্জশিট পেশ করা হয়। বিচারক সেই চার্জশিট গ্রহণ করেছেন। চার্জশিট পর্যবেক্ষণ করে পরবর্তী শুনানির দিন ধার্য করবেন তিনি।

সূত্রের খবর, এনামুল হক, সতীশ কুমার, গুলাম মুস্তাফা ও আনারুল শেখ-সহ আরও তিনজনের নাম রয়েছে চার্জশিটে। ওই তিনজন হল এনামুলের স্ত্রী রসিদা বিবি, সতীশ কুমারের স্ত্রী তানিয়া সান্যাল, সতীশ কুমারের শ্বশুর বাদলকৃষ্ণ সান্যালের। সিবিআই আইনজীবী বিচারককে আবেদন করেন, চার্জশিটে যাদের নাম রয়েছে যেন তাঁদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

গত ১১ ডিসেম্বর আসানসোল বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করার পর থেকে জেল হেফাজতেই রয়েছেন এনামুল। সে দিন থেকে শুরু করে আজ পর্যন্ত ৬০ দিন জেল হেফাজতে আছেন এনামুল। ৬০ দিনের মধ্যে চার্জশিট জমা না পড়লে আগামী ১০ ফেব্রুয়ারি এনামুলের জামিনে মুক্ত নিশ্চিত ছিল। জামিন আটকাতেই ৬০ দিনের মাথায় সাপ্লিমেন্টরি চার্জশিট পেশ করল সিবিআই। সূত্রের খবর, মামলাটিকে শক্তিশালী করতে আরও কিছু ধারা যোগ করা হয়েছে।

আরও পড়ুন: ক্লাবগুলিকে প্রায় ৮৩ কোটি টাকা অনুদান দিয়ে মমতা বললেন ‘ওরাই বিপদে-আপদে পাশে থাকে’

সোমবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তদন্তকারী অফিসার-সহ ৪ সদস্যের দল আসে। তাঁরা বিচারকের কাছে চার্জশিট পেশ করেন। গত ৩ ফেব্রুয়ারি এনামুলকে আদালতে তোলা হয়। সে দিন ছিল জেল হেফাজতে থাকার ৫৫ দিন। এরপর সাতদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক।

আরও পড়ুন: বিজেপি বিধায়ক প্রণাম ঠুকতেই মমতা বললেন, ‘কী রে কিছু ভাবলি, আর তো সময় নেই’