ব্যান্ডেলে জিটি রোডের উপর ধুন্ধুমার তৃণমূল-বিজেপির, ব্যাপক লাঠিচার্জ আধাসেনার
তৃণমূল বনাম বিজেপির মধ্যে সংঘর্ষের জেরে জিটি রোডে রীতিমতো ধুন্ধুমার লেগে যায়। ঘটনাস্থলে বিরাট সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন করতে হয়।
হুগলি: ভোটের দফা যত এগোচ্ছে, ততোই যেন ক্রমশ উত্তপ্ত এবং হিংসাত্মক হয়ে উঠছে একুশের বিধানসভা নির্বাচন। মাথাভাঙায় কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনা নিয়ে সকাল থেকেই তপ্ত রয়েছে পরিস্থিতি। বিকেলে, অর্থাৎ ভোট চতুর্থী একবারে শেষ লগ্নে এসে রণক্ষেত্র হয়ে উঠল ব্যান্ডেল চত্বর। তৃণমূল বনাম বিজেপির মধ্যে সংঘর্ষের জেরে জিটি রোডে রীতিমতো ধুন্ধুমার লেগে যায়। ঘটনাস্থলে বিরাট সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন করতে হয়।
ঠিক কী ঘটেছিল? সূত্রের খবর, সকাল থেকেই উত্তপ্ত থাকা চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের দুই প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এবং অসিত মজুমদার বিকেল নাগাদ মুখোমুখি চলে আসেন। সেই সময় দুই দলের সমর্থকদের মধ্যে থেকে মুহুর্মুহু স্লোগান উঠতে শুরু করে। একদিক থেকে ‘জয় শ্রী রাম’, আরেকদিক থেকে ‘জয় বাংলা’ স্লোগান তোলা শুরু হয়। ক্রমশ শুরু হয় কথা কাটাকাটি, পরে তা হাতাহাতির রূপ নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় বিরাট সংখ্যক পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় অধাসেনা বাহিনী।
ব্যাপক মাত্রায় লাঠি চার্জ করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। শান্তি বজায় রাখতে বেশ কয়েকটি বাড়িতে ঢুকে দুষ্কৃতীদের তাড়া করে পুলিশ। যদিও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণের এসেছে। জিটি রোডের উপর যান চলাচলও স্বাভাবিক হয়েছে বলে খবর। দুই প্রার্থী সম্মুখ সমরে চলে আসায় যে উত্তেজনা তৈরি হয়েছিল, তা বর্তমানে কমে এলেও এলাকায় প্রচুর পরিমাণ পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে।
তবে পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হয়েছিল, তাতে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী এসে না পৌঁছলে অবস্থার আরও অবনতি হতে পারত বলে মনে করা হচ্ছে। দুই প্রার্থীর দাবি, ছোট দু-একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণ হয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিধি ভাঙার অভিযোগ উঠেছিল। তবে মোটের উপর পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণেই রয়েছে।
আরও পড়ুন: বাংলায় জিতছে বিজেপি, ‘স্বীকার’ করলেন প্রশান্ত কিশোরই, অডিয়ো টেপ ফাঁস বিজেপির