School Student Missing: বেসরকারি বিদ্যালয়ের হস্টেল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ সপ্তম শ্রেণির ছাত্র

সিসিটিভি দেখার কথা বলা হলে, হরিপদবাবুকে জানানো হয়, সেই সময় সিসিটিভি বন্ধ ছিল। হস্টেলের নিরাপত্তারক্ষীও শৌচাগারে গিয়েছিল।

School Student Missing: বেসরকারি বিদ্যালয়ের হস্টেল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ সপ্তম শ্রেণির ছাত্র
পুরুলিয়ায় স্কুলের হস্টেল থেকে নিখোঁজ ছাত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 19, 2023 | 11:50 PM

পুরুলিয়া: বেসরকারি ইংরেজি মাধ্যমের বিদ্যালয়ের হস্টেল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল সপ্তম শ্রেণির এক পড়ুয়া। রবিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া শহরে। এদিন ভোররাতেই সে নিখোঁজ হয়ে যায় বলে ধারণা স্কুল কর্তৃপক্ষের। ঘটনার খবর পেয়ে এদিন তড়িঘড়ি বিদ্যালয়ে ছুটে আসে ওই ছাত্রের পরিবারের সদস্যরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ছাত্রের নাম জয়ন্ত গোপ। পুরুলিয়ার নিতুড়িয়া থানার মালঞ্চা এলাকার বাসিন্দা জয়ন্ত। পুরুলিয়া শহরের একটি নামি বেসরকারি ইংরেজি মাধ্যমের বিদ্যালয়ের ছাত্র ছিল সে। কী ভাবে সে স্কুল থেকে ছাত্রটি নিখোঁজ হল তা স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিন বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন জয়ন্তর বাবা হরিপদ গোপ বলেন, ছেলে পঞ্চম শ্রেণি থেকে ওখানে হোস্টেলে থেকে পড়াশোনা করে। হঠাৎ করে সে কীভাবে নিখোঁজ হয়ে গেল বুঝতে পারা যাচ্ছে না। স্কুল কর্তৃপক্ষ তাঁকে জানান যে, এদিন ভোর ৫টা পর্যন্ত সে হোস্টেলেই ছিল। এরপর হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। সিসিটিভি দেখার কথা বলা হলে, হরিপদবাবুকে জানানো হয়, সেই সময় সিসিটিভি বন্ধ ছিল। হস্টেলের নিরাপত্তারক্ষীও শৌচাগারে গিয়েছিল। কিন্তু সিসি ক্যমেরা কেন ঠিক ওই সময়ে বন্ধ ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। জয়ন্তর নিখোঁজের ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে যে কোনও উপায়ে তাকে ফেরত নিয়ে আসার দাবি জানিয়েছেন তিনি। ইতিমধ্যে পুরুলিয়া সদর থানায় অভিযোগও দায়ের করেন হরিপদবাবু। ছেলেটিকে পাচার করে দেওয়া হয়ে থাকতে পারেও বলে উদ্বেগ প্রকাশ করেন পরিবারের সদস্যরা। যদিও ঘটনার দায় নিতে নারাজ স্কুল কর্তৃপক্ষ।

এদিকে, ছাত্রটির খোঁজ শুরু হয়েছে, ইতিমধ্যেই তার ছবি সব জায়গায় পাঠানো হয়েছে বলে পুরুলিায় সদর থানার তরফে জানানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই হস্টেলে মাত্র দুজন ছাত্রই থাকত। এদিন সকালে জয়ন্তকে পড়ার জন্য ডেকে দেওয়া হয়েছিল। তারপর তাকে আর দেখা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং অন্যান্য থানাগুলির সঙ্গে যোগাযোগ করে নিখোঁজ ছাত্রের খোঁজ শুরু করেছে বলে পুরুলিয়া সদর থানার পুলিশ জানিয়েছে।