‘করোনায় আক্রান্ত তৃণমূল, ভ্যাকসিনও নেই মমতার কাছে’, খোঁচা অধীরের

মুর্শিদাবাদ: কখনও কেউ দলের বিরুদ্ধেই মুখ খুলছেন, কেউ বা চেয়ার ছাড়ার কথা বলছেন। নির্বাচনের মাসছয়েক বাকি থাকতে এক অভূতপূর্ত সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে শাসকদল। তবে এই সঙ্কট খুব সহজে কাটার নয়। এ যেন অন্য ‘করোনা’! শুভেন্দু অধিকারী প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে মঙ্গলবার বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) শোনা গেল এমন কথা বলতে। […]

'করোনায় আক্রান্ত তৃণমূল, ভ্যাকসিনও নেই মমতার কাছে', খোঁচা অধীরের
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Dec 15, 2020 | 5:16 PM

মুর্শিদাবাদ: কখনও কেউ দলের বিরুদ্ধেই মুখ খুলছেন, কেউ বা চেয়ার ছাড়ার কথা বলছেন। নির্বাচনের মাসছয়েক বাকি থাকতে এক অভূতপূর্ত সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে শাসকদল। তবে এই সঙ্কট খুব সহজে কাটার নয়। এ যেন অন্য ‘করোনা’! শুভেন্দু অধিকারী প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে মঙ্গলবার বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) শোনা গেল এমন কথা বলতে।

শুভেন্দুর বর্তমান অবস্থানের কথা উত্থাপন হলে তিনি বলেন, ‘ও একটা স্বাধীন ব্যক্তিত্ব। তাঁর নিজের একটা ভাবনা আছে। তাঁর নিজের মতামত আছে। শুনছি বিজেপিতে যাবে। এতদিন তৃণমূলে ছিল, সেটা তাঁর নিজের ব্যাপার।‘ ক্ষোভের সুরে অধীরকে বলতে শোনা যায়, ‘যে অন্যায় ও ভাবে মুর্শিদাবাদ দখল করে দিয়েছে, মালদা দখল করে দিয়েছে। পুলিসের সাহায্য নিয়ে সন্ত্রাস করে, অন্যায় দমন করে সব কিছু করে। পুলিস ও তৃণমূলের ক্রিমিনাল মিলেমিশে এক করে তিনিই এই মুর্শিদাবাদ ও মালদা তৃণমূলের হাতে তুলে দিয়েছিলেন। আজ নিশ্চই তাঁর অনুতাপ হওয়ার কথা। যে পদ্ধতিতে মুর্শিদাবাদ, মালদা তিনি দখল করেছিলেন সেটা কখনই একটা সৎ রাজনৈতিক ব্যক্তিত্বের পরিচয় হতে পারে না। নিশ্চই তাঁর মধ্যে এই আফশোস হবে বলে আমি বিশ্বাস করি।‘

শুভেন্দুর বিরুদ্ধে ক্ষোভ থাকলেও তিনি দল ছাড়লে তৃণমূলের বড় লোকসান, সেটাও মনে করিয়ে দেন অধীর। বলেন, ‘তৃণমূলের একটা বড় শক্তি শুভেন্দু অধিকারী ছিল এটা তো অস্বীকার করতে পারি না। আমি একটা ভবিষ্যৎবাণী অনেক আগেই করেছিলাম। আজ মমতা ব্যানার্জি (Mamata Banerjee) যে দল ভাঙানোর খেলায় কংগ্রেস ও বামেদের শেষ করছে, সেই খেলাতে মমতা ব্যানার্জি শেষ হবে। বাংলায় তৃণমূল আজ তাসের ঘরের মত ভেঙে পড়ছে। আগামী দিনে এই বাংলায় তৃণমূলের অস্তিত্ব সংকট দেখা দেবে।‘

আরও পড়ুন: মমতার পাশে থাকলে কি মিলবে গোর্খাল্যান্ড? এবার গুরুংকে প্রকাশ্যেই প্রচ্ছন্ন বার্তা দিলেন নেত্রী

মমতাকে অধীরের বার্তা, ‘বাংলার মুখ্যমন্ত্রী, আপনি যতই চেষ্টা করুন আপনি পারবেন না। কারণ এই ভাঙন ঠেকানোর মত ব্যবস্থা আপনার কাছে নেই। এ যা রোগ হয়েছে, এই রোগ ঠেকানোর মত প্রেসক্রিপশন আপনার কাছে নাই। তৃণমূল দল আজ রাজনৈতিক ভাঙনের করোনাতে আক্রান্ত। এর কোনও ভ্যাকসিন এখনও পাওয়া যায়নি। এর ভ্যাকসিন পাওয়া গেলেও ভোটের পর পাওয়া যাবে। তাই তৃণমূল দলের যারা এখনও ধর্মনিরপেক্ষতার মানসিকতায় বিশ্বাস করে রাজনীতি করেন, তৃণমূল পার্টিটা এখনও যারা উদার মানসিকতা নিয়ে করেন, তাঁদেরকে বলবো কংগ্রেসে চলে আসুন। কংগ্রেস পার্টির দরজা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত নয়, গোটা রাত খোলা থাকবে।‘

আরও পড়ুন: শুভেন্দু অধিকারী আজও কেন বিয়ে করেননি, ব্যাখ্যা দিলেন নিজেই