Attack on BJP: ‘ছ’মাসের অন্তঃসত্ত্বা জেনেও পেটে লাথি মারল ওরা’, ভোটের পরও উত্তপ্ত দিনহাটা

Attack on BJP: বাপ্পা বিশ্বাস নামে ওই বিজেপি কর্মী জানান ইতিমধ্যে এই ঘটনায় অভিযুক্তদের নাম উল্লেখ করে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। তবে সব অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব।

Attack on BJP: 'ছ'মাসের অন্তঃসত্ত্বা জেনেও পেটে লাথি মারল ওরা', ভোটের পরও উত্তপ্ত দিনহাটা
দিনহাটায় আক্রান্ত বিজেপি কর্মীImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 15, 2024 | 10:34 AM

দিনহাটা: ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত দিনহাটা। দফায় দফায় উঠছে অভিযোগ। এরই মধ্যে সামনে এল এক ভয়াবহ ঘটনা। অন্তঃসত্ত্বা মহিলাকে লাথি মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হাসপাতালে চিকিৎসা চলছে ওই মহিলার।

অভিযোগ, বিজেপি করার অপরাধে দিনহাটা ২ নম্বর ব্লকের নিগম নগর এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িঘর ভাঙচুর করা হয়। বাড়িতে ঢুকে হামলা চালানোর সময়েই তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মারার অভিযোগ উঠেছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই মহিলা দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

বাপ্পা বিশ্বাস নামে দিনহাটার ওই বিজেপি কর্মী এবং তাঁর স্ত্রী বীনা হেমব্রমের অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সহ বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁদের বাড়িতে অবাধে ভাঙচুর চালায়। বাপ্পা জানান, তাঁর স্ত্রী বীনা হেমব্রম তাঁর স্বামীকে বাঁচানোর জন্য ঘর থেকে বের করে দিলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর স্ত্রীকে মারধর করে। বীনা হেমব্রম ছয় মাসের অন্তঃসত্ত্বা, এটা জানার পরেও তৃণমূল নেতা এবং দুষ্কৃতীরা তাঁর পেটে লাথি মারে বলেও অভিযোগ।

বাপ্পা বিশ্বাস নামে ওই বিজেপি কর্মী জানান ইতিমধ্যে এই ঘটনায় অভিযুক্তদের নাম উল্লেখ করে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। তবে সব অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব।

তৃণমূল কংগ্রেসের দিনহাটা ২ নম্বর ব্লকের সভাপতি দীপক ভট্টাচার্য জানান, এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনওভাবেই জড়িত নয়। বিজেপি কর্মীরা নিজেরা নিজেদের বাড়িঘর ভেঙে এইসব নাটক করছে এবং আইনশৃঙ্খলার অবনতি করার চেষ্টা করছে বলে দাবি করা হয়েছে।